২০২৪ সাল থেকে সিএবি-র পরিচালনায় শুরু হয় এই মেগা টি-২০ ক্রিকেট লিগের আসর। বাংলার ক্রিকেটের উন্নতি তথা নতুন এবং তরুণ ক্রিকেটারদের জন্য অন্যতম একটি সেরা মঞ্চ। চলতি বছর বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় এডিশন। কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লিগ। মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুনীধি চৌহান।
advertisement
মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সবকটি দলেরই পুরুষ এবং মহিলা, উভয় স্কোয়াডই মাঠে নামছে। এই টুর্নামেন্টে পুরুষদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ইডেনে এবং মহিলা দলের খেলাগুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন, শনিবার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 11:13 PM IST