TRENDING:

Bengal Premier League: আইপিএলের ধাঁচেই এবার বিপিএল, টুর্নামেন্টের মুখ সৌরভ-ঝুলন, দল কিনলেন কারা? 

Last Updated:

বিপিএলে অংশ নেবেন ছেলে এবং মেয়ে ক্রিকেটাররা। ছেলেদের হবে ৮ দলের টুর্নামেন্ট এবং মেয়েদের ৬ দলের। ‌ ১৭ দিনের টুর্নামেন্টে প্রথমবার ড্রাফটিং-এর মাধ্যমে খেলোয়াড় বন্টন হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঈরণ রায় বর্মন, কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে বিপিএল। আইপিএলের মতোই এবার কলকাতায় হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। দীর্ঘদিনের চেষ্টা সফল করতে সিএবি কর্তারা। বিপিএল অর্থাৎ বেঙ্গল প্রিমিয়ার লিগ আয়োজন করার ব্যাপারে অনেকটাই কাজ সেরে ফেলেছেন সিএবি কর্তারা। চলতি বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। বাংলার ক্রিকেটে প্রথমবার এই ধরনের কর্পোরেট লিগের আয়োজন হতে চলেছে। এই টুর্নামেন্টের আয়োজক সিএবি।
আইপিএলের ধাঁচেই এবার বিপিএল, টুর্নামেন্টের মুখ সৌরভ-ঝুলন, দল কিনলেন কারা? (File Photo)
আইপিএলের ধাঁচেই এবার বিপিএল, টুর্নামেন্টের মুখ সৌরভ-ঝুলন, দল কিনলেন কারা? (File Photo)
advertisement

আরও পড়ুন– ফের অবসর ভাঙছেন মনোজ তিওয়ারি? জুন মাসে ফের ব্যাট‌ হাতে ইডেনে নামবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি সংস্থার মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সিএবি ‌প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার কথা চিন্তা করেই বেঙ্গল প্রিমিয়ার লিগ শুরু করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পর থেকে এই লিগ শুরু হবে। তামিলনাড়ু, কর্ণাটকে এই লিগ হয়েছে। অনেকটা সেই আঙ্গিকেই হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ। ক্লাব নয়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোই এই টুর্নামেন্টে অংশ নেবে। এই লিগে কেবলমাত্র বাংলার খেলোয়াড়রাই অংশ নিতে পারবেন। এবং তাদের মধ্যে থেকে আইকন ক্রিকেটার বেছে নেওয়া হবে।

advertisement

আরও পড়ুন– ‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল

ইতিমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুড়ান্ত পর্বে কথা চলেছে কয়েকটি হয়েও গিয়েছে বলে খবর। তিন কোটি টাকার বিনিময়ে এক একটা ফ্র্যাঞ্চাইজি কেনা হয়েছে। একজন করে আইকন প্লেয়ার চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার নিলাম হবে না। ড্রাফটিংয়ের মাধ্যমেই সব দলে ক্রিকেটার ভাগ করা হবে। শুধু ছেলেদের দল নয়,মেয়েদের নিয়েও বেঙ্গল প্রিমিয়ার লিগ হবে। ছেলেদের আটটি দল এই লিগে অংশ নেবে। ৮ জন আইকন প্লেয়ার হিসেবে শামি, মনোজ, ঈশ্বরণ, ঈশান পোড়েলরা রয়েছেন। এইভাবে দলে একজন আইকন প্লেয়ার থাকার পাশাপাশি একাদশে এক জন করে জেলার ক্রিকেটার ও এক জন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারকে রাখতেই হবে। উঠতি তারকাদের তুলে আনার জন্যই এরকম সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রত্যেক দলে ২০ জন করে ক্রিকেটার রাখার সুযোগ রয়েছে। প্রত্যেক ক্রিকেটারদের একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হবে। আর সেই মূল্য একেবারেই আকাশছোঁয়া হবে না। ড্রাফ্টিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের বেছে নিতে পারবে আট দল। সব দলে যাতে সামঞ্জস্য থাকে সেই অবশ্যই দেখা হবে। অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সৌরভ। একটি ব্যাঙ্ক এবং সিমেন্ট সংস্থা দল কিনে নিয়েছে বলে খবর। মেয়েদের ছয়টি দল খেলবে এই লিগে। মেয়েদের খেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে। সেখানে ফ্লাড লাইটের ব্যবস্থা করা হবে বলে খবর। ছেলেদের খেলা হবে ইডেনে। ছেলেদের লিগের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহিলাদের লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন ঝুলন গোস্বামী। ম্যাচগুলি টিভিতে দেখানো হবে। ‌ ১৭ দিন ধরে চলবে টুর্নামেন্ট। গত বছরই ভারতীয় বোর্ডের অনুমোদন পেয়েছে সিএবি। ফলে সব মিলিয়ে এবার টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Premier League: আইপিএলের ধাঁচেই এবার বিপিএল, টুর্নামেন্টের মুখ সৌরভ-ঝুলন, দল কিনলেন কারা? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল