TRENDING:

Mukesh Kumar: সৌরভের দিল্লিকে জিতিয়ে কাকে কৃতিত্ব দিলেন বাংলার পেসার মুকেশ কুমার?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দারাবাদ: সাড়ে পাঁচ কোটি টাকায় তাকে যখন দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, তখন তিনি নিজেও বিশ্বাস করেননি, তার দাম এত হতে পারে। তবে মুকেশ কুমার জানতেন তিনি যদি নিজের ওপর বিশ্বাস না হারান এবং মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে ভাল পারফর্ম করবেন। সেটাই করে দেখিয়েছেন সোমবার রাতে। মুকেশ কুমারের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দ্বিতীয় জয় এনে দিয়েছে দিল্লিকে।
সৌরভের দলের নতুন নায়ক বাংলার মুকেশ
সৌরভের দলের নতুন নায়ক বাংলার মুকেশ
advertisement

সানরাইজার্স এই ম্যাচটা জয়ের ব্যাপারে ফেভারিট ছিল। ওয়াশিংটন সুন্দর এবং জানসেন দুজনেই বড় হিট মারতে পারেন। ১৮ নম্বর ওভারে ১৫ রান দিয়েছিলেন মুকেশ। তবু ইশান্ত শর্মাকে না দিয়ে মুকেশের ওপর শেষ ওভারে ভরসা রেখেছিলেন ওয়ার্নার। তেরো রান প্রয়োজন ছিল সানরাইজার্স দলের। মুকেশ দিলেন মাত্র পাঁচ রান। নিখুঁত ইয়র্কার বল করলেন বাংলার পেসার।

advertisement

হাত খোলার জায়গা পায়নি বিপক্ষ ব্যাটসম্যানরা। বুঝিয়ে দিলেন তার ওপর ভরসা করে ভুল করেনি দল। সাড়ে পাঁচ কোটি টাকার মূল্য কিছুটা হলেও ফেরত দিতে পেরেছেন। মুকেশ কুমারের প্রশংসা শোনা গিয়েছে কিংবদন্তি সুনীল গাভাসকরের মুখে। রঞ্জি ট্রফি টানা খেলার ফলে মুকেশ পুরোপুরি তৈরি এবং ফিট জানিয়েছেন সানি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যারা ভাবেন রঞ্জি খেললে চোট হতে পারে মুকেশকে দেখে তাদের শেখা উচিত বলেছেন গাভাসকর। মুকেশ অবশ্য বলছেন নিজের মাথাটাকে যত সম্ভব ঠান্ডা রাখতে চেয়েছিলেন তিনি। কারণ জানতেন উত্তেজিত না হলে তার সবকটা বল সঠিক জায়গায় পড়বে। এভাবেই নিজেকে নেটে ঘন্টার পর ঘন্টা তৈরি করেছেন। দলের বাকি ফাস্ট বোলাররা তাকে সাহায্য করেছেন। ঘরোয়া ক্রিকেট খেলাটাও কাজে লাগছে। তাই বাংলার মুকেশের এখন একটাই লক্ষ্য। যত বেশি সম্ভব ম্যাচ দিল্লিকে জয় এনে দেওয়া। দাদার দিল্লিকে নিয়ে স্বপ্ন দেখছেন বাংলার মুকেশ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Kumar: সৌরভের দিল্লিকে জিতিয়ে কাকে কৃতিত্ব দিলেন বাংলার পেসার মুকেশ কুমার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল