রনজির কামব্যাক ম্যাচের সেরা মহাম্মদ শামি। রনজি ট্রফিতে বাংলার হয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেই সেরার পুরস্কার তুলে নিলেন ভারতীয় সুপারস্টার। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২ ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিলেন শামি। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও বেশি ভয়ঙ্কর শামি।
গুরুত্বপূর্ণ সময়ে উত্তরাখণ্ডের ক্রিজে জমে যাওয়া কুনাল চান্ডিলা ও ভূপেন লালওয়ানির জুটিতে ভাঙন ধরান। ম্যাচের পঞ্চম দিন সকালে পুরনো বলেই অধিনায়ক কুনাল চান্দিলাকে এল বি ডব্লিউ আউট করেন। ২ ইনিংস মিলিয়ে ৪০ ওভারের বেশি বল করেন শামি। ২ ইনিংসেই প্রত্যেক স্পেলে ৩-৪ ওভার বল করেন।
advertisement
দুই ইনিংসেই কৃপণ বোলিং করেন শামি। ম্যাচ শেষে সিএবি সভাপতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মোঃ সামির প্রসঙ্গে বলেন, সামি একজন অন্যতম সেরা বোলার। সামিকে বেশ ছন্দেই লেগেছে।” যদিও ম্যাচের সেরা হওয়ার পর সামি নিজে মুখ খুলতে চাননি। আসলে নির্বাচকদের নিজের পারফরম্যান্সেই জবাব দিয়ে গেলেন শামি।
আরও পড়ুন- ১৯ জন নতুন মন্ত্রী গুজরাতে, মন্ত্রীসভার সেরা চমক রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা
বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, তৃতীয় দিন খেলা শেষে ড্রেসিংরুমে শামির সঙ্গে আমাদের কথা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও আজ সকালে ফোন করে পরামর্শ দেন ঠিক কীভাবে বোলিং করতে হবে! সেই পরামর্শ কাজে লেগেছে। সব থেকে বড় কথা, শামি প্রত্যেকদিন আর উন্নতি করছে।
সামির দুরন্ত পারফরমেন্সের দিনে ব্যাট হাতে অপরাজিত ৭১ রান করে দলকে জেতান অভিমন্যু ঈশ্বরণ। প্রথম ইনিংসে শূন্য রান করলেও তৃতীয় ইনিংসে বাংলার অধিনায়কের ব্যাট কথা বলল। ভারতীয় দলের আরেক তারকা আকাশদীপ ম্যাচে দুই উইকেট পেলেন। তবে সামির প্রত্যাবর্তনের ম্যাচে সাক্ষী থাকলেন না ভারতীয় নির্বাচকদের একজনও সদস্য।
অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটির বাকি সদস্য প্রজ্ঞান ওঝা, আর পি সিং, শিব সুন্দর দাস, অজয় রাতরাদের একজনও বাংলা বনাম উত্তরাখন্ড রনজি ম্যাচের একদিনও মাঠে উপস্থিত হননি। ফলে প্রশ্ন উঠছে, ভারতীয় দলের দৌড়ে থাকা তিনজন তারকা ক্রিকেটার ম্যাচ খেললেও কাউকেও দেখতে এলেন না একজন নির্বাচক। তাহলে কি শামিকে নিয়ে আগ্রহ হারাচ্ছেন অজিত আগরকাররা?