TRENDING:

Bengal vs Chandigarh, Ranji Trophy : রঞ্জিতে হ্যাটট্রিকের স্বপ্ন বাংলার, চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেট প্রয়োজন

Last Updated:

Bengal needs 8 wickets to beat Chandigarh on last day of Ranji Trophy match in Cuttack. শেষ দিনে চন্ডিগড়কে হারাতে আট উইকেট প্রয়োজন বাংলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উইকেট নেওয়ার পর বাংলার সেলিব্রেশন
উইকেট নেওয়ার পর বাংলার সেলিব্রেশন
advertisement

আরও পড়ুন - IND vs SL, Day 2: অশ্বিন, জাদেজার দাপটে চার উইকেট হারিয়ে ইতিমধ্যেই হারের পথে ধুঁকছে শ্রীলঙ্কা

তবে বড় লিড হাতে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে বাংলা। ৮ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় অরুণ লালের ছেলেরা। তাই চণ্ডীগড়ের টার্গেট দাঁড়ায় ৪১২ রান। প্রথম ইনিংসে বিপক্ষের ব্যাটিংয়ে ভাঙন ধরান নীলকণ্ঠ দাস। তিনি ৪৭ রানে ৩ উইকেট নেন। শায়ন শেখর মন্ডল ১০ রানে ২টি উইকেট নিয়েছেন। ঈশান পোড়েল ও মুকেশ কুমার ২টি করে উইকেট নিয়েছেন।

advertisement

আরও পড়ুন - Shane Warne state funeral : অস্ট্রেলিয়ায় দেহ ফিরিয়ে জাতীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য, বার্তা প্রধানমন্ত্রীর

যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় বাংলা। অনুষ্টুপ ৪৩ রান করেন। লোয়ার অর্ডারে অভিষেক পোড়েল ও শাহবাজ আহেমদ করেন ৩২ রান। তাই ৮ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অবশ্য বাংলা শিবিরের মুখে হাসি এনে দিয়েছে। কারণ বিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে ফের একবার সাজঘরে স্বস্তি এনে দিয়েছেন মুকেশ ও ঈশান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

ফলে ১৪ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে চণ্ডীগড়। বরোদা ও হায়দরাবাদের বিরুদ্ধে জিতে 'দুইয়ে দুই' করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে অপেক্ষাকৃত দুর্বল চণ্ডীগড়কে হারিয়ে 'তিনে তিন' করতে মরিয়া বঙ্গব্রিগেড। শেষ দিনে বাংলার দরকার ৮ উইকেট, চন্ডিগড় এর প্রয়োজন ৩৯৯ রান। পাল্লা ভারী বাংলার দিকে। শেষ দুটি ম্যাচের চতুর্থ দিনে ম্যাচের ভাগ্য নির্ণয় হয়েছিল। এবারও সেদিকেই যাচ্ছে ম্যাচের গতিপ্রকৃতি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bengal vs Chandigarh, Ranji Trophy : রঞ্জিতে হ্যাটট্রিকের স্বপ্ন বাংলার, চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেট প্রয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল