এদিন রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড A-তে মুখোমুখি হয়েছিল ভারত-জম্মু কাশ্মীর। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জম্মু ও কাশ্মীর মাত্র ৬৩ রান করতে পারে। ২০.৪ ওভারে তারা অলআউট হয়ে যায়। বাংলার তিন পেসার মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমার জম্মু-কাশ্মীরের ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেন। এই ম্যাচে মহম্মদ শামি নেন ২ উইকেট, আকাশ দীপ ও মুকেশ কুমার নেন চার উইকেট।
advertisement
এই ম্যাচে জয় পেতে বাংলাকে তেমন বেগ পেতে হয়নি। মাত্র ৯.৪ ওভারে জয়ের জন্য রান তুলে ফেলে বাংলা। অভিষেক পোড়েল ও সুদীপ কুমার ঘরামি যথাক্রমে ৩০ ও ২৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ চার রানে করেন।
আরও পড়ুন- ‘আমাকে নিয়মিত মেসেজ করত…’! কী কথা হত? সূর্যকুমারকে বিস্ফোরক দাবি লাস্যময়ী অভিনেত্রীর
বিজয় হাজারেতে দুরন্ত পারফর্ম করছে বাংলা। তবে এদিনের ম্যাচে সবার নজর ছিলে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির দিকে। ঘরোয়া ক্রিকেটে একটানা ভাল বোলিং করে চলেছেন তিনি। এদিন আকিব অবশ্য বাংলার ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণকে আউট করেন। এর আগে ২০১৫ সালে হরিয়ানার বিরুদ্ধে আলুরে জম্মু-কাশ্মীর ২২ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। এক দশক পর আবার লজ্জার নজির গড়ল তারা। উল্লেখ্য, এদিন অভিষেক হয় বাংলার তরুণ স্পিনার রোহিতের। তবে তিনি অবশ্য বল করার সুযোগই পাননি।
