TRENDING:

মনোজদের চার দিনের শাপমুক্তি রাজকোটে ছ’ঘণ্টার দীর্ঘ অনুশীলনে !

Last Updated:

রাজকোটে পৌঁছে প্রথমদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অনুশীলন করলেন মনোজ-সুদীপরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজকোট:  ৪ দিনের শাপমুক্তি ৬ ঘণ্টা অনুশীলনে। রাজকোটে পৌঁছে প্রথমদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অনুশীলন করলেন মনোজ-সুদীপরা।
advertisement

দিল্লির হোটেলে বন্দি থাকার পর অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত বাহুতুলের দল। তবে রাজকোট মিউনিসিপ্যালিটির মাঠ দেখে খুব একটা খুশি নয় বঙ্গ শিবির। পাটা উইকেটে টস ফ্যাক্টারকেই গুরুত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি।

গ্যালারি-হীন মাঠে হাওয়াও একটা সমস্যা হবে বলে মনে করছেন বাংলার অধিনায়ক। ৩ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া বাংলা দল তামিলনাড়ু বধে মরিয়া। বিপক্ষ নয়, নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চান দিন্দা-কুইল্যারা। বৃহস্পতিবার দীর্ঘ অনুশীলনের পর রাতে ওপেনার সায়ন শেখর মন্ডলের জন্মদিন পালন করলেন ক্রিকেটাররা। অতিরিক্ত সদস্য হিসেবে এদিন দলে যোগ দিলেন পেসার মুকেশ কুমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে রঞ্জি থেকে সি.কে নাইডু, মুকেশের অবস্থা এখন পেন্ডুলামের মতো। পেসার মুকেশ কুমারকে নিয়ে বিতর্ক সিএবিতে। ডান হাতের আঙুলে চোট পাওয়ার পর রিহ্যাব শেষ হতে না হতেই দিল্লিতে বাংলার রঞ্জি দলে যোগ দিয়েছিলেন মুকেশ। মনোজদের অতিরিক্ত সদস্যকে ড্রেসিংরুমে ঢোকার অনুমতি দেননি ম্যাচ রেফারি পি.রঙ্গনাথন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার দিল্লি থেকে শহরে ফিরে আসেন মুকেশ। ফিরেই সি.কে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব ২৩ দলের হয়ে নামেন তিনি। উইকেটও পান। ম্যাচ শেষ হতে না হতেই ফের মুকেশকে সিনিয়র দলের সঙ্গে যোগ দিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু নির্বাচকদের তালিকায় সদ্য রিহ্যাব থেকে ফেরা ক্রিকেটার কার নির্দেশে একবার রঞ্জি, আরেকবার অনূর্ধ্ব- ২৩ দলের হয়ে ম্যাচ খেলতে ছুটছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএবি কর্তা  জানান, মুকেশ কুমারকে নিয়ে টানাপোড়েন চলছে নির্বাচকদের অন্ধকারে রেখেই, যা হচ্ছে শীর্ষ কর্তাদের নির্দেশে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মনোজদের চার দিনের শাপমুক্তি রাজকোটে ছ’ঘণ্টার দীর্ঘ অনুশীলনে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল