প্রবল শারীরিক অসুস্থতায় দিন কাটানো আকাশ বিশ্বাসের সঙ্গে মঙ্গলবার বাড়িতে দেখা করতে যান বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা। নিজের তরফ থেকে লক্ষ্মী দু’লক্ষ টাকা অর্থ সাহায্য করেন আকাশকে। আকাশের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর আহ্বান করেন,”ময়দানের যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন আকাশের পাশে দাঁড়ান। আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে। দ্রুত মাঠে ফেরাতেই হবে।” লক্ষ্মীর সঙ্গে এদিন আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার বোলিং পরামর্শ অরূপ ভট্টাচার্যও। তিনিও বলছেন, “এই লড়াইয়ে আকাশকে জেতাতে গোটা ময়দানকে একজোট হতে হবে।”
advertisement
অরূপ ভট্টাচার্যই আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ব্যবস্থা, সবটাই তিনি দেখছেন। আকাশের বাড়িতে লক্ষ্মীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার চরণজিৎ সিং, সুরজিত লাহিড়িরা। ইতিমধ্যেই আকাশের জন্য ক্রাউড ফাইন্ডিং শুরু হয়েছে। আকাশ বিশ্বাসের কিডনি প্রতিস্থাপন করতে হবে। আকাশের মা ছেলেকে কিডনি দেবেন।
ময়দানের প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসেবে পরিচিত আকাশ বিশ্বাস। গরিব ঘরের ছেলে আকাশ চেতলা অঞ্চলে থাকেন। গত মরশুমে মহামেডানের হয়ে দাপটের সঙ্গে খেলেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। চলতি বছর ক্লাব ক্রিকেটে কালীঘাটে যোগদান করেন আকাশ। অনুশীলনের মাঝেই আচমকা একদিন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে চোখের সমস্যা ধরা পড়লেও পরে দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে আকাশের। কালীঘাটের হয়ে একটি ম্যাচেও খেলেন। এই ম্যাচ খেলার সময়ে অসুস্থ হয়ে পড়ায় ক্লাবের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সময় বিভিন্ন পরীক্ষার পরেই ধরা পড়ে আকাশের দুটি কিডনি বিকল। মাথায় আকাশ ভেঙে পড়ে দরিদ্র পরিবারের সন্তান আকাশের মাথায়।
আরও পড়ুনঃ IPL 2025: বলুন তো দেখি, কোন আইপিএল প্লেয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছেন? উত্তর অজানা অনেকের
তবে ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে আকাশকে যাবতীয় সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে। মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ময়দানের পরিচিত মুখ আকাশ বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন দাদা। কালীঘাটের ক্রিকেটার আকাশের দুটো কিডনি বিকল। দ্রুত প্রয়োজন অপারেশনের। আকাশের চিকিৎসার যাবতীয় খরচের জন্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আকাশের মায়ের সঙ্গে দেখা করেছেন সৌরভ। এবার সাহায্যের হাত বাড়ালেন লক্ষ্মী।