কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে অরুণ লালের প্রশিক্ষণাধীন দল। এবার পাখির চোখ সেমি-ফাইনালে জিতে খেতাবি লড়াইয়ে পৌঁছনো। সেই লক্ষ্যে আগামী ১৪ জুন মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবে আত্মবিশ্বাসী বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বলছেন, ঝাড়খণ্ডের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং, সব বিভাগেই দাপট দেখিয়েছি আমরা।
advertisement
ছেলেদের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। সেমি-ফাইনালে নামার আগে সবারই মনোবল তুঙ্গে। কোয়ার্টার-ফাইনালে বাংলার ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছেন। এর জন্য বেঙ্গালুরুতে ম্যাচের আগে দশ দিনের শিবিরকেই কৃত্বিত্ব দিচ্ছেন অভিমন্যু। তিনি বলেন, গ্রুপ পর্বের পর আমরা একসঙ্গে অনুশীলনের খুব একটা সুযোগ পাইনি।
কয়েকজন আইপিএলে খেলছিল। বাকিরা নিজের নিজের ক্লাবে। তাই বেঙ্গালুরুর ক্যাম্পে জোর দিয়েছিলাম আমরা। তারই সুফল পাওয়া গিয়েছে। নিজে যে জাতের ব্যাটসম্যান সেই অনুযায়ী বড় রান করতে পারেননি অভিমুন্য। তা নিয়ে অবশ্য চিন্তিত নন তিনি। নকআউট পর্বে অতীতেও দুর্ধর্ষ কিছু ইনিংস খেলেছিলেন অভিমুন্য। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলে কিনা সেটাই দেখার।
ঋদ্ধিমান সাহা এবং শামির না থাকা বাংলার কাছে বড় চ্যালেঞ্জ মেনে নিচ্ছেন তিনি। কিন্তু সুদীপ, অনুষ্টুপ, শাহবাজ থেকে শুরু করে বুড়ো হাড়ে মনোজ তিওয়ারির ফর্ম বাংলাকে সাহস দিচ্ছে নতুন স্বপ্ন দেখার বলছিলেন অভিমুন্য। বাংলা ভারত সেরার অপেক্ষায়। রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায়। রাস্তা যতই কঠিন হোক, লড়াই থেকে সরতে নারাজ টিম বেঙ্গল।