তবে জয় পেলেও অপেক্ষাকৃত দুর্বল দল কানাডার বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়েছে বেলজিয়ামকে। অনেক কষ্ট গোল পাওয়ার পাশাপাশি তেকাঠির নীচে যদি কুর্তোয়া দুর্ভেদ্য না হতে পারত তাহলে খেলার ফল অন্যরকম হতেই পারত। আর্জেন্টিনা, জার্মানির হারের পর তৃতীয় অঘটনও ঘটে যেত কাতার বিশ্বকাপ। যদিও কুর্তোয়ার সেভ ও বাতসুয়াইয়ের গোল তা হতে দেয়নি।
advertisement
এদিন দুই দলই একটু ধরে খেলাটা শুরু করে। তবে ম্যাচের প্রথম ১০ মিনিটে পেনাল্টি আদায় করে নিতে সক্ষম হয়েছিল কানাডা। যদিও গোল করতে পারেনি কানাডা। বায়ার্ন মিউনিখে খেলা কানাডার ফুটবলার আলফান্সো ডেভিসের স্পট কিক বাঁচিয়ে দেন বেলজিয়ান ওয়াল থিবো কুর্তোয়া। কানাডার হয়ে নিডের কেরিয়ারে এটিই প্রথম পেনাল্টি মিস আলফান্সো ডেভিসের। অপরদিকে বিশ্বকাপে এই প্রথম পেনাল্টি সেভ কুর্তোয়ার।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে বেলজিয়াম। প্রথমার্ধের ৪৪ মিনিটে গোলের মুখ খোলে বেলিজিয়াম। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বাতসুয়াই। এরপর গোটা ম্যাচে দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কেউ তা কাজে লাগাতে পারেনি। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, খেলায় আরও উন্নতি না করলে পরবর্তী ম্যাচগুলিতে তার ফল ভুগতে হতে পারে রবের্তো মার্টিনেজের দলকে।