TRENDING:

লোধাকে বোর্ডের কমপ্লায়েন্স রিপোর্ট

Last Updated:

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্টান্স বজায় রাখলেও লোধার গাইডলাইন মানছে বোর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  সংস্কারের রূপরেখা জানানোর জন্য বোর্ডকে ২৫ অগাস্টের সময়সীমা দিয়েছিল লোধা কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্টান্স বজায় রাখলেও লোধার গাইডলাইন মানছে বোর্ড। সূত্রের খবর, বৃহস্পতিবারের মধ‍্যেই লোধা কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে বিসিসিআই। প্রথম দফার ১১ সংস্কারের জন্য বোর্ডের হাতে সময় থাকছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বোর্ডের আশা, তার মধ‍্যেই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের ১৮ জুলাইয়ের রায়ে স্থগিতাদেশ আনতে পারবে তারা। তবে রিভিউ পিটিশন খারিজ হলেও আইনি যুদ্ধ ছাড়তে নারাজ অনুরাগ-শিরকেরা। সেক্ষেত্রে বোর্ডের বিকল্প পরিকল্পনায় থাকছে কিউরেটিভ পিটিশন। লোধা কমিশন বোর্ডের প্রশাসনিক প্রক্রিয়াকে স্বীকৃতি না দিলেও ২১ সেপ্টেম্বর বার্ষিক সভা করতে মরিয়া অনুরাগরা।
advertisement

এদিকে ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের প্রথম পরীক্ষায় ব‍্যর্থ যুবরাজ সিং। মঙ্গলবার দলীপ ট্রফির প্রথম ম‍্যাচে মাত্র ৪ রান করেই ফিরে যান ইন্ডিয়া রেডের অধিনায়ক যুবি। এদিনই ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হল গোলাপি বলের। এর আগে সিএবি সুপার লিগে স্থানীয় ক্রিকেটে প্রথম ম‍্যাচ খেলা হয় গোলাপি বলে। জেপি আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্সে ইন্ডিয়া গ্রিনের বিরুদ্ধে ব‍্যাট করতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় ইন্ডিয়া রেড দলের ইনিংস। ৪৮.২ ওভারের ইনিংসে রেড দলের হয়ে সর্বোচ্চ রান অভিনব মুকুন্দের ৭৭। বাংলার সুদীপ চট্টোপাধ‍্যায় মাত্র ৫ রানে আউট হন। ৩২ রান করেন অনুরীত সিং। ইন্ডিয়া গ্রিন বোলারদের মধ‍্যে বাংলার প্রজ্ঞান ওঝা ১৯ রানে ৩ উইকেট পান। একটি উইকেট পান অশোক দিন্দা। ৬২ রানে ৪ উইকেট তুলে সবচেয়ে সফল পেসার সন্দীপ শর্মা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
লোধাকে বোর্ডের কমপ্লায়েন্স রিপোর্ট