সবকিছু ঠিকঠাক থাকলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পরবর্তী সময়ে বিসিসিআই সভাপতির কুর্সিতে বসতে চলেছেন ১৯৮৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য় রজার বিনি। ফলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ক্রিকেট প্রশাসনে ভবিষ্য়ৎ নিয়েও জল্পনা আরও বাড়ল। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিসিসিআই সূত্রে খবর ছিল দ্বিতীয়বারের জন্য় আর বিসিসিআই সভাপতি পদে প্রতীদ্বন্দ্বীতা করবেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেই সম্ভবনাই এবার সত্য়ি হওয়ার পথে।
advertisement
তবে বিসিসিআই সচিব পদে যে নির্বাচনে অংশ নেবেন জয় শাহ সেই আভাসও পাওয়া গিয়েছিল। CNN-News18 সূত্রের খবর অনুযায়ী সেই জল্পনাতেই এবার শীলমোহর পড়তে চলেছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তি পেয়েছিলেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও সচিব জয় শাহ। ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই মসনদে থাকা নিয়ে কোনও সমস্য়া ছিল না। জয় শাহ সচিব পদে থেকে গেলেও সৌরভের পরবর্তী গন্তব্য় আইসিসির প্রেসিডেন্ট কিনা, তার উত্তর দেবে সময়।