আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪০০০ রানের বেশি বানানো সচিনকে নিয়ে কিছু অজানা নেই৷ ভারতীয় ক্রিকেটের সঙ্গে ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) এবং রাহুল দ্রাবিড় (Rahul Dravid) যুক্ত রয়েছেন৷ এর সঙ্গে যদি সচিন তেন্ডুলকর যদি যোগ দেন তাহলে নিশ্চিতভাবে তাতে অনেক যোগদান দিতে পারবেন৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) চাইছেন সচিন ভারতীয় ক্রিকেটের (India Cricket) সঙ্গে যোগ দিন৷
advertisement
আরও পড়ুন - IPL 2022: ১০ দলের অধিনায়ক ঠিক! ৪ ভারতীয় ক্রিকেটার মুখোমুখি টক্করে,৩ বিদেশি পাবেন সুযোগ
সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) বোঝাতে চেষ্টা করছেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ি জয় শাহ (Jay Shah), সচিন তেন্ডুলকরকে (Sachi Tendulkar) ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) সঙ্গে যুক্ত করতে জোরদার চেষ্টা করছেন৷ জয় শাহ প্রথমে রাহুল দ্রাবড়িকে রাজি করিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য৷ কারণ রাহুল দ্রাবিড় নিজে প্রথমে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাইছিলেন না৷ কিন্তু পরে তিনি রাজি হয়ে যান সেই শীর্ষ পদ নেওয়ার জন্য৷ লক্ষ্মণ এনসিতে প্রধান কোচের ভূমিকায় , যেখান থেকে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে একাধিক প্রতিভাবান ক্রিকেট দিয়েছে৷
আরও পড়ুন - Happy Birthday Vamika: বিরাটের সঙ্গে কখন শুতে যান! নিজেই জানালেন অনুষ্কা
বিসিসিআইয়ের এক সদস্য জানিয়েছেন, ‘‘জয় শাহ মিডিয়ার নজর থেকে দূরে থাকেন কিন্তু এটা একেবারে স্পষ্ট ভারতীয় ক্রিকেটের জন্য কি ভাল, ছোট ছোট যা জিনিস যা ভাল৷’’ তিনি আরও বলেন,‘‘উদাহরণ হিসেবে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ নিযুক্ত করা, এটা সুনিশ্চিত করা ভিভিএস লক্ষ্মণের মতো কেউ ভারতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যুক্ত হন, আমাদের জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই সচিন তেন্ডুলকর কোনও ভূমিকায় নজরে আসবেন৷’’