TRENDING:

রোহিত-কোহলির কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল বোর্ড? সামনে এল বড় আপডেট

Last Updated:

Virat Kohli Rohit Sharma: ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে তারা এখনও খেলবেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে তারা এখনও খেলবেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক। আসন্ন অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে ফের ২২ গজে দেখা যেতে পারে কোহলি ও রোহিতকে। ৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিরিজের পর তারা ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন।
News18
News18
advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা গেছে, বিসিসিআই এখনই তাদের ভবিষ্যৎ নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না। বরং, বোর্ডের একটি অংশ চায় যে, সিরিজের প্রস্তুতির জন্য কোহলি ও রোহিত ‘ইন্ডিয়া এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে কিছু ম্যাচ খেলুক। এই তিনটি লিস্ট-এ ম্যাচ ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর কানপুরে অনুষ্ঠিত হবে।

advertisement

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তারা জাতীয় দলের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। শেষবার, ৯ মার্চ ২০২৫ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলেছিলেন তারা। সেই ম্যাচে রোহিত ৮৩ বলে ৭৬ রান করে ম্যাচ সেরা হন, যেখানে কোহলি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রান এবং পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে ১১১ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন।

advertisement

কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই সম্ভবত ২৫ অক্টোবর সিডনিতে তাদের জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে পারে, তবে বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, “এমন কোনও আলোচনা এখনো হয়নি। এদিকে, বিজয় হাজারে ট্রফি ২৪ ডিসেম্বর শুরু হলেও, এর আগেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এছাড়াও, নভেম্বর মাসে ‘ইন্ডিয়া এ’ বনাম ‘সাউথ আফ্রিকা এ’ দলের তিনটি ম্যাচ রয়েছে রাজকোটে। ফলে, কোহলি ও রোহিত চাইলে সেই ম্যাচগুলোতেও অংশ নিতে পারেন।

advertisement

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে সৌরভের বড় ভবিষ্যদ্বাণী! রোহিত-কোহলি ছাড়া ভারতের প্রথম বড় প্রতিযোগিতা, কী বললেন দাদা?

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে এখনো বোর্ড তাদের বিদায়ী ম্যাচের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। সিডনিতে ২৫ অক্টোবর একটি বিদায়ী ম্যাচ আয়োজনের গুঞ্জন থাকলেও, বিসিসিআইয়ের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। ফলে, দুই তারকার ভবিষ্যৎ এখনও অনিশ্চিতই থেকে গেছে। কোনওরকম তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড। এবার কোহলি ও রোহিত নিজে থেকে কোনও সিদ্ধান্ত নেয় কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-কোহলির কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল বোর্ড? সামনে এল বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল