TRENDING:

রোহিত-কোহলিকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে বোর্ড! কী হতে চলেছে দুই তারকার ভবিষ্যৎ

Last Updated:

Virat Kohli, Rohit Sharma: ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। দুই মহাতারকাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় বোর্ড সেটাই দেখার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। তাদের অনুশীলনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এরই মধ্যে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই শীঘ্রই এই দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠক করে তাদের ওয়ানডে কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে।
News18
News18
advertisement

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সময় কোহলি হবেন প্রায় ৩৯ এবং রোহিতের বয়স হবে ৪০। এই পরিস্থিতিতে বোর্ড একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে এবং সে কারণে তরুণ নেতৃত্ব ও দল প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। শ্রেয়স আইয়ারকে সম্ভাব্য পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, তবে তা রোহিত শর্মা ওয়ানডে চালিয়ে যেতে চান কি না, তার ওপর নির্ভর করছে।

advertisement

এরই মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি সেসব ফরম্যাটে নতুন প্রজন্ম আনার কাজ সফলভাবে সম্পন্ন করেছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকরকে তার সফল নেতৃত্বের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবীকরণ করেছে বোর্ড, যার মধ্যে রয়েছে দুটি আইসিসি ট্রফি জয়।

advertisement

আরও পড়ুনঃ শুভমান গিল নয়! বিসিসিআই চায় শ্রেয়সকে আইয়ারকে অধিনায়ক করতে! তবে রয়েছে শর্ত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের দাবি, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে পারে রোহিত-কোহলির শেষ ওয়ানডে সিরিজ। যদিও এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সময় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআইয়ের মতে, দীর্ঘমেয়াদি লক্ষ্য সফল করতে হলে তরুণ খেলোয়াড়দের সময়মতো সুযোগ দেওয়া জরুরি। ২০১১ সালের পর থেকে বিশ্বকাপ জয় অধরা থাকায়, ২০২৭ সালের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য। ফলে এশিয়া কাপের পর দুই মহাতারকাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় বোর্ড সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-কোহলিকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে বোর্ড! কী হতে চলেছে দুই তারকার ভবিষ্যৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল