বিসিসিআইয়ের এই পরিবর্তনের বিষয়ে মুম্বইয়ে ২০ মার্চ (বৃহস্পতিবার) অধিনায়কদের বৈঠকে জানানো হয়েছে। তারা আইসিসির মতো একটি সিস্টেম ব্যবহার করা হবে যেখানে ডিমেরিট পয়েন্টগুলি মোট তিন বছরের জন্য বহন করা হবে। বিসিসিআই সূত্রে খবর, “প্রতি ৪টি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি একটি শাস্তি আরোপ করতে পারেন, হয় ১০০ শতাংশ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্টের আকারে। এই ডিমেরিট পয়েন্টগুলি ভবিষ্যতে একটি ম্যাচ নিষেধাজ্ঞার দিকে নিয়ে যেতে পারে,”।
advertisement
অতীতে পরপর ম্যাচে স্লো ওভার-রেটের কারণে অধিনায়করা এক ম্যাচ নির্বাসিত পর্যন্ত হয়েছেন। সম্প্রতি, ২০২৪ মরশুমে ঋষভ পন্থ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া আগের মরশুমে অপরাধের কারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলের উদ্বোধনী খেলায় অংশ নিতে পারেননি।
এছাড়া বিসিসিআই আরও একাধিক নিয়ম বদল করেছে। একটি হল এবার থেকে বল পালিশের ক্ষেত্রে বোলাররা থুতুর ব্যবহার করতে পারবে। যা কোভিডের সময় থেকে বন্ধ করা হয়েছিল। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন সকল অধিনায়করা। আর অপর একটি বড় বদল হল দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভার থেকে নতুন বল ব্যবহার করা হবে। তবে পুরোপুরি নতুন বল দেওয়া হবে না। ব্যবহার করা শুকনো বল দেওয়া হবে। শিশিরের সমস্যা সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ব্যাটার ও বোলার উভয় পক্ষের ক্ষেত্রেই সুবিধা হবে।
আরও পড়ুনঃ KKR vs RCB: লড়াইয়ে রয়েছে ৫ জন! আরসিবির বিরুদ্ধে কেকেআরের ওপনিংয়ে মেগা চমক! জানুন বিস্তারিত
আরেকটি বড় পরিবর্তন হল অতিরিক্ত উঁচু বাউন্সারে ওয়াইডের ক্ষেত্রে এবং অফ-স্টাম্পের বাইরে ওয়াইডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য ডিআরএস রিভিউ নেওয়া যাবে। ব্যবহার করা যাবে হক-আই প্রযুক্তিও। এর আগে অতীতে এই দুই ক্ষেত্রে নানা বিতর্ক তৈরি হয়েছে। সেই সমস্যা যাতে এবার না হয়, সেই কারণেই সিদ্ধান্ত বদল বোর্ডের।