এই পরিবর্তনের মূল কারণ ‘অনলাইন গেমিং সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইন, ২০২৫’। নতুন এই আইনের ফলে অনলাইন মানি গেমিং প্রতিষ্ঠান ড্রিম১১-এর সঙ্গে বিসিসিআইয়ের স্পনসরশিপ চুক্তি বাতিল হয়েছে। সরকার অনলাইন গেমিং, সাট্টা ও জুয়া সংক্রান্ত কার্যক্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে এই খাতে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এখন ভারতীয় দলের জার্সিতে নিজেদের নাম ব্যবহার করতে পারবে না।
advertisement
বিসিসিআই আশা করছে নতুন স্পনসরশিপ চুক্তির মাধ্যমে তাদের আয় ৪০০ কোটিরও বেশি হবে। তবে চূড়ান্ত আয় নির্ভর করবে কে কত দামে বিড করে তার উপর। ইতিমধ্যে বিসিসিআই নতুন স্পনসর নির্বাচনের জন্য বিড আহ্বান করেছে, এবং এতে অংশগ্রহণকারী সংস্থাগুলোর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে ভারতের রয়েছে এমন ৫টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে ভারতীয় দল কোনো প্রধান স্পনসর ছাড়াই খেলবে। কারণ, বিসিসিআই বিড জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে ১৬ সেপ্টেম্বর। ফলে, এই সময়ের মধ্যে নতুন কোনো স্পনসর চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই।