TRENDING:

টি-২০ বিশ্বকাপে লজ্জার হারের 'ময়নাতদন্ত', রোহিত-কোহলি-দ্রাবিড়কে তলব বোর্ডের

Last Updated:

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার। এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। আরও একবার আইসিসি ট্রফি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেমিতে ব্রিটিশদের বিরুদ্ধে ১০ উইকেটে শোচনীয় পরাজয়ের পর ভারতীয় দলের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই অস্ট্রেলিয়ায় ব্যর্থতার ময়নাতদন্ত ও টি-২০ ক্রিকেটে দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই
advertisement

অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। রোহিত ব্রিগেডের এই হারকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও। সেই বৈঠকে ডাকা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের সবথেকে সফল ক্রিকেটার বিরাট কোহলিকে। বৈঠকে একাধিক বিষয় নিয়ে জবাবদিহি করতে হতে পারে রোহিত-রাহুল-বিরাটকে।

advertisement

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন,‘আমরা একটি মিটিং ডাকব এবং আমাদের টি-টোয়েন্টি দলের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের প্রথমে তাদের দৃষ্টিভঙ্গি কী, সেটা বলতে দিন, বোর্ড পরে সিদ্ধান্ত নেবে, কী ভাবে এই বিষয়ে এগোতে হবে।’

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সেরা ১০টি দল, যারা চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে এখনও পর্যন্ত যা আভাস, তাতে বৈঠকে ভারতীয় টি-২০ দলের ক্রিকেটারদের বয়স নিয়ে আলোচনা হতে পারে। কারণ এই দলে ক্রিকেটারদের গড় বয়স ছিল ৩০-এর বেশি। ভবিষ্যতে টি-২০ দলে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া নিয়ে আলোচনা হবে। এছাড়া টি-২০ বিশ্বকাপ ২০২৪-কে পাখির চোখ করে নির্ধারিত হবে ভবিষ্যতের রোড ম্যাপ। তবে রোহিত-রাহুল-বিরাটের সঙ্গে আলোচনার পর বোর্ড বৈঠকে বসবে, তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপে লজ্জার হারের 'ময়নাতদন্ত', রোহিত-কোহলি-দ্রাবিড়কে তলব বোর্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল