অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। রোহিত ব্রিগেডের এই হারকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও। সেই বৈঠকে ডাকা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের সবথেকে সফল ক্রিকেটার বিরাট কোহলিকে। বৈঠকে একাধিক বিষয় নিয়ে জবাবদিহি করতে হতে পারে রোহিত-রাহুল-বিরাটকে।
advertisement
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন,‘আমরা একটি মিটিং ডাকব এবং আমাদের টি-টোয়েন্টি দলের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের প্রথমে তাদের দৃষ্টিভঙ্গি কী, সেটা বলতে দিন, বোর্ড পরে সিদ্ধান্ত নেবে, কী ভাবে এই বিষয়ে এগোতে হবে।’
আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সেরা ১০টি দল, যারা চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার
তবে এখনও পর্যন্ত যা আভাস, তাতে বৈঠকে ভারতীয় টি-২০ দলের ক্রিকেটারদের বয়স নিয়ে আলোচনা হতে পারে। কারণ এই দলে ক্রিকেটারদের গড় বয়স ছিল ৩০-এর বেশি। ভবিষ্যতে টি-২০ দলে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া নিয়ে আলোচনা হবে। এছাড়া টি-২০ বিশ্বকাপ ২০২৪-কে পাখির চোখ করে নির্ধারিত হবে ভবিষ্যতের রোড ম্যাপ। তবে রোহিত-রাহুল-বিরাটের সঙ্গে আলোচনার পর বোর্ড বৈঠকে বসবে, তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।