টি-২০ বিশ্বকাপের আগেই পরবর্তী কোচ বেছে নেওয়ার কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়। নতুন কোচের সঙ্গে আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে চাইছে বিসিসিআই।
advertisement
অভিজ্ঞতা সম্পন্ন সকল কোচেরা ভারতীয় দলের কোচের জন্য আবেদন করতে পারেন। প্রায় সাড়ে তিন বছর মেয়াদের জন্য নতুন কোচ নিযুক্ত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেয় বোর্ড। ২৭ মে আবেদন করার শেষ তারিখ। সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে নতুন কোচের মেয়াদ হবে পয়লা জুলাই ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর
ভারতীয় দলের নতুন কোচের আবদনের জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে:
১.আবেদনকারীর কম করে ৩০টি টেস্ট ম্যাচ ও ৫০টি ওডিআই খেলার অভিজ্ঞতা থাকতে হবে
২. টেস্ট খেলীয় পূর্ণ সদস্য দেশে কোচিং করানোর কম করে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৩. প্রথম শ্রেণির কোনও দল, জতীয় দল, কোনও টি-২০ লিগে ৩ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও চলবে
৪. বিসিসিআই-এর লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অথবা তার সমান অন্য কোনও সার্টিফিকেট থাকতে হবে
৫. এছাড়া ভারতীয় দলের কোচিংয়ের জন্য আবেদনকারীর বয়স ৬০-এর নীচে হতে হবে।