সচিন পরাশর নামের সেই ফিল্ডারের মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা যাচ্ছে। গোলা কা মন্দির থানার পুলিস জানিয়েছে, এদিন স্থানীয় মেলা গ্রাউন্ড-এ ম্যাচ চলছিল। ৪৯ রানে আউট হন সঞ্জয়। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি ফস্কানোয় হতাশ হয়ে পড়েন তিনি। এর পরই তাঁর ক্যাচ ধরা পরাশরের দিকে ব্যাট নিয়ে তেড়ে যান সঞ্জয়। সতীর্থরা তাঁকে আটকানোর আগেই সঞ্জয় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে বসেন পরাশরের মাথায়। সতীর্থরা জানিয়েছেন, সঞ্জয় বারবার পরাশরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করতে থাকেন। তাঁরা চেষ্টা করেও সঞ্জয়কে আটকাতে পারছিলেন না। এর পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন পরাশর। কয়েক মিনিটের মধ্যেই পরাশর নামের সেই ফিল্ডার জ্ঞান হারান।
advertisement
পুলিসের তরফে আরও জানানো হয়েছে, পরাশরকে নৃশংসভাবে মারার পরই সঞ্জয় নামের ওই ক্রিকেটার মাঠ ছেড়ে পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। পরাশর নামের সেই ক্রিকেটারকে অজ্ঞান অবস্থাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর চোট রয়েছে তাঁর। এমন একটি ঘটনার আকস্মিতায় বাকি ক্রিকেটাররাও অবাক হয়ে যান। হাফ সেঞ্চুরি করতে না পারার হতাশা নাকি পুরনো শত্রুতার জেরে পরাশরকে এমনভাবে মারলেন সঞ্জয়, তা খতিয়ে দেখছে পুলিস।