আরও পড়ুন - Sakib Al Hasan : ক্রিকেট বিশ্বের নতুন নবাব সাকিব আল হাসান! ছবিতে চমকে দিলেন ভক্তদের
ওয়েস্ট ইন্ডিজ থেকে আজ দেশে ফিরে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তাই ওয়ানডে বিশ্বকাপ নিয়েই বড় স্বপ্নের কথা বললেন। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে আগামী বছর, ভারতে। ওই বিশ্বকাপে ভালো কিছু করার আশা মিরাজের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন, এটা ঠিক যে, ওয়ানডেতে আমরা সাচ্ছন্দ্য বোধ করি।
advertisement
এই সংস্করণে সব সময়ই ভাল খেলি। ৪-৫ বছর ধরে ভালো ফলও আসছে। যেখানে সফলতা পাওয়া যায়, সেখানে অবশ্যই সবাই বেশি আত্মবিশ্বাসীও থাকে। ওয়ানডে ক্রিকেটে ভাল করার প্রসঙ্গ ধরেই এসেছে ২০২৩ বিশ্বকাপের কথা। মিরাজ বললেন, টুর্নামেন্টটা খুব বেশি দূরে নয়। হয়তো ১ বছর ২ বা ৩ মাস বাকি আছে। আমরা যেভাবে এগোচ্ছি, ঠিক পথেই আছি।
তাই আমি মনে করি, এভাবে এগোলে আমাদের জন্য বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে। মিরাজ বিশ্বকাপে আশা দেখছেন আরও একটা কারণেও, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই (মুশফিকুর রহিম), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আছেন, তাঁরা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি, মোস্তাফিজ, লিটনরাও অনেক দিন ধরে খেলছি।
আমাদের অনেকেরও আন্তর্জাতিক ক্যারিয়ার পাঁচ বছর হয়ে যাবে। তাই মোটামুটি ভালো একটা একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাব আমরা, আশা করি ভাল খেলতে পারব। সব মিলিয়ে তাই বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছেন মিরাজ, বিশ্বকাপে ভাল কিছু করতে পারলে আমাদের নিজেদের জন্য যে রকম ভাল হবে, দেশের জন্যও ভাল হবে।
তাই অবশ্যই বড় কিছু অর্জনের চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব। আমরা যেটা পারি, তা হলো চেষ্টা করতে। ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপটা জেতা যায়, সে পথটা খুঁজে বের করতে পারি। এ ছাড়া ভাগ্যেরও ব্যাপার আছে। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।