TRENDING:

শ্রীরামের পরামর্শে ওপেনার বদল বাংলাদেশের, ড্রেসিংরুমে নয়া ফর্মুলা টাইগারদের

Last Updated:

Bangladesh cricket team in favour of new opening pair before T20 World Cup. শ্রীরামের পরামর্শে ওপেনার বদল বাংলাদেশের, ড্রেসিংরুমে নয়া ফর্মুলা টাইগারদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: শ্রীরাম বাংলাদেশ ক্রিকেট দলে টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবে যোগদানের পর প্রথমেই জানিয়েছিলেন ড্রেসিংরুমের মানসিকতা পরিবর্তন আনাই তার লক্ষ্য। মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মানসিকতায় তিনি পাঠ দিতে চান টাইগারদের। দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরধরন শ্রীরাম চান ইমপ্যাক্টফুল ইনিংস।
মেহেদির ওপর বাড়তি দায়িত্ব বাংলাদেশের
মেহেদির ওপর বাড়তি দায়িত্ব বাংলাদেশের
advertisement

আরও পড়ুন - কে এল রাহুলের রানের খরা নিয়ে চিন্তার কারণ নেই! বিশ্বকাপে ফাটিয়ে দেবে বলছেন সানি

মানে ৩০ বলে ৩৫ করার চেয়ে শ্রীরামের কাছে বেশি গুরুত্বপূর্ণ ১০ বলে ২০-২৫ রানের ইমপ্যাক্ট। দায়িত্ব নেওয়ার পরই শ্রীরাম জানিয়েছেন, তিনি অভিজ্ঞ কিংবা ধরে খেলার মতো ব্যাটার খুঁজছেন না, তার দরকার ইমপ্যাক্টফুল ব্যাটার। যিনি কয়েক বল খেলে রানের গতি বদলে দিতে পারবেন। শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ওপেনিং জুটিতে এসেছে পরিবর্তন।

advertisement

মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানই এখন মূল ওপেনারের ভূমিকায়। কেমন লাগছে ওপেনিংয়ে খেলতে? মিরাজ তার ভাবনা শেয়ার করতে গিয়েও কোচের সঙ্গে যেন সুর মেলালেন। তুলে আনলেন অল্প কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেটে পরিচিতি পাওয়া ‘ইমপ্যাক্ট’ শব্দটা।

মিরাজ বলেন, টিম ম্যানেজম্যান্ট আমাকে ইনিংস ওপেন করার একটি সুযোগ দিয়েছে। কেননা তারা মনে করছে, এটা ভাল আইডিয়া। আমি তাই নিজেকে (এই জায়গায়) প্রস্তুত করার চেষ্টা করছি। সম্ভবত তারা আমার কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন না। বরং আমি যদি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে দিতে পারি, তবে দলের বড় উপকার হবে যোগ করেন অফস্পিনিং অলরাউন্ডার।

advertisement

মিরাজ মনে করছেন, বিশ্বকাপের আগে দলের ভুলত্রুটিগুলো শুধরানো জরুরি। আগামী ম্যাচেও সেই চেষ্টা থাকবে, জানিয়ে এই অলরাউন্ডার বলেন, আমরা এখানে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেছি। আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। আগামী ম্যাচেও সেটা করার চেষ্টা করব।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মিরাজ যেমন ব্যাট হাতে আত্মবিশ্বাসী, তেমনই বল হাতেও অত্যন্ত ধারাবাহিক। আর খারাপ সময় কাটিয়ে শাব্বির প্রস্তুত আবার নিজেকে মেলে ধরতে। এই নতুন দুজন ওপেনারের খেলায় বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে কিনা সেটাই দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শ্রীরামের পরামর্শে ওপেনার বদল বাংলাদেশের, ড্রেসিংরুমে নয়া ফর্মুলা টাইগারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল