TRENDING:

Tamim Iqbal Retirement: আর খেলব না..! বাংলাদেশের এক নম্বর তারকার অবসর, কাঁদলেন অঝোরে, কাঁদল গোটা দেশ

Last Updated:

Tamim Iqbal Retirement: একদিনের বিশ্বকাপের বাকি ৩ মাস। তার আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের সঙ্গে একদিনের ক্রিকেটের মাঝেই অবসর ঘোষণা করলেন বাংলা টাইগার্সদের অধিনায়ক তামিম ইকবাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিনের বিশ্বকাপের বাকি ৩ মাস। তার আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের সঙ্গে একদিনের ক্রিকেটের মাঝেই অবসর ঘোষণা করলেন বাংলা টাইগার্সদের অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক আগে তামিমের এই সিদ্ধান্ত অবাক করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও সহ ফ্যানেদের। টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে চোখের জলে তামিম ইতি টানলেন দেড় দশকের বেশি সময়ের ক্রিকেট কেরিয়ারের।
advertisement

দীর্ঘ দিন ধরেই রানের বাইরে ছিলেন তামিম ইকবাল। ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। তাঁর ফিটনেস নিয়েও উঠছিল নানা প্রশ্ন। তারউপর আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে হতাশার হার। এরপরই কিট ব্যাগটা তুলে রাখার সিদ্ধান্ত নেন তামিম। ২০২০ সাল থেকে বাংলাদেশের একদিনের দলের নেতৃত্বভার সামলাচ্ছিলেন এই বাঁ হাতি ব্যাটার। বৃহস্পিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক ডেকে নিজের থামার কথা জানান তামিম। চোখের জল ক্রিকেটে বিদায় জানান বাংলাদেশের অন্যতম তারকা ব্যাটার।

advertisement

সাংবাদিক সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘‘নিজের কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার শেষ। আমি নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার ১৬ বছরের যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আমার পরিবারকে অনেক ধন্যবাদ।’’ তামিম আরও বলেন, ‘‘বাংলাদেশের সমর্থকদেরও একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আশা করছি আগামী দিনেও আপনারা আমাকে ভালবাসবেন।’’

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: ভারতে রয়েছে এমন একটি ভাষা, যা উল্টে লিখলেও সোজা দেখায়

আরও পড়ুনঃ Knowledge Story: একই রাস্তায় পাহাড়-বরফ-সাগর-মরুভূমি! রয়েছে এই দেশেই, জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক। টেস্টে ১০টি শতরান সহ ৫১৩৪ রান, টি-২০-তে ৭৮ ম্যাচে ১টি শতরান ১৭৫৮ রান ও একদিনের ক্রিকেটে ২৪১ ম্যাচে ১৪টি শতরান সহ ৮৩১৩ রান করেছেন তামিমম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। এবার দেখার বিশ্বকাপের ৩ মাস আগে কার কাঁধে বড় দায়িত্ব তুলে দেয় বিসিবি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tamim Iqbal Retirement: আর খেলব না..! বাংলাদেশের এক নম্বর তারকার অবসর, কাঁদলেন অঝোরে, কাঁদল গোটা দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল