এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস ৷ এছাড়াও রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, পেসার তাসকিন আহমেদ, কামরুল ইসলাম ৷ এঁরা সকলেই বাদ পড়েছেন পারফরম্যান্স না থাকার জন্য ৷ অন্যদিকে আচরণবিধি ভঙ্গ ইস্যুতে বাদ দেওয়া হয়েছে শাব্বির রহমানকে ৷
২০১৮-১৯ মরশুমে যে ১০ জন পুরনো ক্রিকেটারদের চুক্তি পুনর্বনবীকরণ হয়েছে তাদের বেতন বৃদ্ধির প্রস্তাবেও সায় দেওয়া হয়নি৷ এখনও অবধি তামিম ইকবাল, শাকিব আল হাসান, মাশরাফি মোর্তাজা, মুশফিকুর রহিম মাসে ৪ লক্ষ ২০ হাজার টাকা বেতন পান ৷
advertisement
আসলে একমাত্র পারফরম্যান্সের ওপরই জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ তবে এভাবে ক্রিকেটারদের বাদ দেওয়ায় বেশ বিক্ষুব্ধ তারা ৷ এঁদের বেশিরভাগই সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে৷ ফলে তাঁদের রোজগারের ওপর পরিবার নির্ভর করে ৷ সেক্ষেত্রে এভাবে হঠাৎ করে তাঁরা কর্মহীণ হয়ে পড়ায় রীতিমতো চাপে তাঁরা ৷