TRENDING:

Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও

Last Updated:

বাবর পেসারদের থেকে উপহার চেয়েছেন৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই:  সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এখন যেখানে তাহল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে ধুন্ধুমার৷ এশিয়া কাপে নিজের নিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল৷ ফলে এশিয়ার কাপের মোমেন্টাম সেট করতে জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে দুই দেশই৷
babar azam's motivational speech
babar azam's motivational speech
advertisement

পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য অধিনায়ক হিসেবে মাঠে না পারফর্ম করলেও দলকে চাঙ্গা করার জন্য দারুণ পেপটক দিয়েই মাঠে নামিয়েছেন পাকিস্তানি সেনাদের৷

নিজের দলের প্লেয়ারদের কি মন্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন বাবর আজম তা পিসিবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে জানিয়েছে৷

আরও পড়ুন -  Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচ দুই দলে কোন কোন প্লেয়ার খেলছেন, দেখে নিন প্লেয়িং ইলেভেন

advertisement

দেখে নিন বাবর আজমকে দলকে চাঙ্গা করার মন্ত্র৷

advertisement

অধিনায়কদের পেপটক দলকে চাঙ্গা করার জন্য দারুণভাবে কাজ করে৷ বাবর ক্রিকেটারদের বলেন, ‘‘আপনার ভারতের বিরুদ্ধে গত ম্যাচের কথা মনে করুন৷ আমরা যে বডি ল্যাঙ্গোয়েজ এবং জোশ নিয়ে বিশ্বকাপে খেলেছিলাম সেটাকে মনে কর৷ আপনারা যেই ওই ম্যাচের বিষয়ে ভাববেন তাহলে প্রস্তুতি সঠিক দিশায় নিজের থেকেই হতে পারবে৷ আপনাদের নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে৷ আপনি নেটে যে ভাবনার সঙ্গে অনুশীলন করবেন তাই মাঠে দেখা যাবে৷ এই জন্যে বারবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের কথা মনে করে পোক্ত প্রস্তুতি সারুন৷’’

advertisement

বাবর পেসারদের থেকে উপহার চেয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর বাবর আজম ভিডিওতে আরও বলেছেন তিনি  পেসারদের থেকে উপহার চান৷ তিনি বলেন , ‘‘আমি জানি আমাদের প্রধান পেসার শাহিন আফ্রিদি আমাদের সঙ্গে নেই৷ বিশেষ করে বাকি পেসাররা শাহিন আফ্রিদির অভাব অনুভব করতে দেবেন না৷ যেভাবে তাঁরা পাকিস্তানের হয়ে পারফর্ম করেছেন তাতে এমন কিছু করে দেখাবেন৷ যাতে শাহিনের অভাব অনুভূত হবে না যাতে দলের বোলিং দুর্বল না হয়ে যায়৷ ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে খেলতে হবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল