ডানহাতি ব্যাটসম্যানদের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বারবার পরাস্ত করেছেন তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিয়ে স্পর্শ করেছেন দিলিপ দোশী, আবিদ আলি, নরেন্দ্র হিরওয়ানি, অশ্বিন, শামিদের রেকর্ড। তিনি নবম ভারতীয় বোলার যিনি অভিষেকেই এই কৃতিত্ব অর্জন করেছেন। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতি মর্যাদা দিয়েছেন
নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে গুজরাটের ক্রিকেটারটি বলেন,"প্রথম দিন থেকেই বল ঘুরছিল। তাই স্পিনার হিসেবে কিছুটা সাহায্য পেয়েছি। হাওয়ায় বলের গতি নিয়ন্ত্রণ করা ছিল আমার কাজ। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করিনি। ব্যাটসম্যানদের ভুলের অপেক্ষায় ছিলাম। এই ধরণের উইকেটে টাইট লাইন, লেন্থ বল করতে হয়। সেটা করার চেষ্টা করে গিয়েছি। পাঁচ উইকেট পেয়ে টেস্ট কেরিয়ার শুরু অবশ্যই একটা ভাল ব্যাপার। তাই অবশ্যই এরকম পারফর্ম করতে পেরে এবং দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে"। কিন্তু ভারতীয় দলে জায়গা পাকা করতে গেলে ধারাবাহিক পারফর্ম করতে হবে। সেটা বিলক্ষণ জানেন অক্ষর। তাই শুরুটা স্বপ্নের মত হলেও, উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ তিনি। পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে চান।
advertisement