তারপর প্রয়োজনে লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন অনায়াসে। অক্ষর বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে ও তিনি দায়িত্ব নিতে তৈরি। নয় নম্বরে ব্যাট করতে হলেও যথেষ্ট যোগ্যতা রয়েছে তার রান করার। এর আগেও টেস্ট ক্রিকেটে একটি পঞ্চাশ করেছিলেন। আজ আবার করলেন। কাট, পুল, ড্রাইভ সব রকম শট খেললেন।
পরে অক্ষর প্যাটেল জানিয়েছেন রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোর তাকে সবসময় সাহস দেন ব্যাটিং উন্নত করার। ডিফেন্স নিয়ে পরিশ্রম করেছেন। আক্রমণাত্মক শট আগেও খেলতে পারতেন। কিন্তু ডিফেন্স উন্নত করেই আসছে সাফল্য। পেস এবং স্পিন - দুটোর বিরুদ্ধেই তিনি সমান সচ্ছন্দ।
অক্ষরকে নিয়ে প্রশংসা শোনা গেল রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকরের মুখেও। বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট নয়। বছর শেষে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপেও অক্ষর ভারতের চিন্তা কমাবেন সেটা পরিষ্কার।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 9:30 PM IST