TRENDING:

IND vs AUS : বিরাটকে সামলাতে এবার নতুন প্ল্যান নিয়ে ভারতে আসছেন প্যাট কামিন্স

Last Updated:

Pat Cummins believes India series will be tough fight against Virat Kohli. কিং কোহলির সঙ্গে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন প্যাট কামিন্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: আধুনিক প্রজন্মের ফাস্ট বোলারদের মধ্যে তিনি অন্যতম সেরা। যেভাবে বল সুইং করেন এবং গতির নিয়ন্ত্রণ করতে পারেন তাতে ঝামেলায় ফেলতে পারেন পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের। দুজনের মধ্যে কে সেরা? প্রশ্নটা আজকের নয়। কোহলি উত্তুঙ্গ ফর্মে থাকলেই এই প্রশ্ন ওঠে। তার জবাব খুঁজতে গিয়ে মাঝেমধ্যে ক্রিকেট দুনিয়া বিভক্তও হয়ে পড়ে।
কিং কোহলির সঙ্গে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন প্যাট কামিন্স
কিং কোহলির সঙ্গে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন প্যাট কামিন্স
advertisement

কেউ কোহলির পক্ষে, কেউ আবার টেন্ডুলকারের। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যেমন সেরার প্রশ্নে বেছে নিয়েছেন কোহলিকে। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দামামা বাজছে। চার টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া দল। নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

অ্যামাজন প্রাইম ভিডিও এই সিরিজ নিয়ে টিজার বানিয়ে ইউটিউবে ছেড়েছে। সেখানে কামিন্স এ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটা করেছিলেন তাঁর জাতীয় দল সতীর্থ উসমান খাজা। কোহলি ও টেন্ডুলকারের মধ্যে কামিন্সের কাছে কে সেরা? অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক জানেন, এই প্রশ্নের উত্তর দেওয়া কত কঠিন!

advertisement

দুটো আলাদা সময়ের মধ্যে থেকে কাউকে সেরা হিসেবে বেছে নেওয়া প্রায় অসম্ভবও। কামিন্স তাই উত্তরে মজা করে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, ‘কী বিষয়? কুকিং (রান্না)?’ তবু রক্ষে নেই বুঝতে পেরে কামিন্স এরপর নিজের মনের কথাটা বলেছেন, টেন্ডুলকারের বিপক্ষে আমি একবারই খেলেছি। অনেক বছর আগে টি-টোয়েন্টিতে। তাই আমি বিরাটকেই বেছে নেব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ভারতের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরির রেকর্ডধারী টেন্ডুলকার, সেটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সম্ভবত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে টেন্ডুলকারের মুখোমুখি হয়েছেন কামিন্স।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS : বিরাটকে সামলাতে এবার নতুন প্ল্যান নিয়ে ভারতে আসছেন প্যাট কামিন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল