আজ থেকে বছর সাতেক আগেও চারটি গ্র্যান্ডস্ল্যামের তিনটি ফাইনালে তাঁরাই নামতেন ফাইনাল খেলতে। ধীরে ধীরে মহিলা টেনিসে সাম্রাজ্য হাতছাড়া হয়েছিল উইলিয়ামস বোনদের। কিন্তু নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে সেই হারানো সাম্রাজ্যই যেন ফিরে পাওয়ার চেষ্টা শুরু হল। ১৪ বছর পর ফের মেলবোর্ন পার্কে ফাইনাল খেলবেন ভেনাস উইলিয়ামস। সাতবছর পর শেষবার উইম্বলডন ফাইনাল খেলেছিলেন তিনি। বৃহস্পতিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে কোকো ভ্যান্ডওয়াগার বিরুদ্ধে বেশ লড়াই করতে হল তাঁকে। প্রথম সেটে হারলেও, পরের দুটি সেট জিতলেন স্রেফ অভিজ্ঞতা দিয়ে।
advertisement
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের দু’নম্বর সেরেনার জয় দানবীয় মেজাজের সৌজন্যে। প্রতিপক্ষ সার্বিয়ার বারোনিকে উড়িয়ে দিয়ে শনিবার দিদির বিরুদ্ধে ফাইনাল খেলবেন। জিতলে ভেঙে দেবেন স্টেফি গ্রাফের স্লাম জয়ের রেকর্ডকে। ফলে অপেক্ষা শুরু আরও একটা উইলিয়ামস বোনেদের ফাইনাল দেখার জন্য।