TRENDING:

ATK Mohun Bagan : বুঝতে পেরেছেন মোহনবাগানের চাপ, ভরসা দিতে তৈরি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল

Last Updated:

Brendan Hamill ready to take up challenge for ATK Mohun Bagan. বুঝতে পেরেছেন মোহনবাগানের চাপ, ভরসা দিতে তৈরি ব্র্যান্ডন হামিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবুজ মেরুনের চ্যালেঞ্জ সামলাতে তৈরি হামিল
সবুজ মেরুনের চ্যালেঞ্জ সামলাতে তৈরি হামিল
advertisement

আরও পড়ুন - Stephen Constantine : লাল হলুদে স্টিফেন যুগ শুরু হয়ে গেল! মাঠে নেমেই ভরসা দিলেন নতুন কোচ

আসলে শনিবার মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে সবুজ-মেরুন দল। মিনি-ডার্বির নীল-নকশা সাজাতে শুরু করেছেন তিনি। এদিকে, এদিন অনুশীলনে যোগ দিলেন নতুন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। সবুজ-মেরুন আবেগে অভিভূত তিনি। এদিন দলের অনুশীলন চলল জোরকদমে। শুরুতে প্রীতমদের ছোট ছোট টিমে ভাগ করে পাসিং ফুটবল খেলালেন ফেরান্দো।

advertisement

তারপর পজেশনাল অ্যাটাকের মহড়া। হামিল আগের রাতেই কলকাতা বিমানবন্দরে মামার সময় বুঝে গেছিলেন এই ক্লাবের সমর্থকদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছতে পারে। তাকে রিসিভ করতে মাঝরাতে বিমানবন্দরে অত লোক, অস্ট্রেলিয়ান তারকা আন্দাজ করতে পারেনি। তাছাড়া ভারতীয় ফুটবল এটাই তার প্রথম বছর।

যদিও আইএসএলে বেশ কিছু অস্ট্রেলিয়ান ফুটবলার প্রতিষ্ঠিত হয়েছেন আগেই, হামিলের কাছে চ্যালেঞ্জটা একেবারেই নতুন। তবে প্রথম দিনের অনুপাতে তার নড়াচড়া দেখে মনে হচ্ছে যথেষ্ট ফিট রয়েছেন তিনি। এমনিতে ডিফেন্ডার হলেও সেট পিস থেকে ওপরে উঠে এসে গোল করার ক্ষমতা রাখেন।

advertisement

পাশাপাশি ফেরান্ডো যেমনটা চেয়েছিলেন, অর্থাৎ বল ধরে খেলতে পারার ক্ষমতা, সেটা আছে তার। এখন কত তাড়াতাড়ি অনুশীলনের মাধ্যমে তিনি ফেরান্ডোর স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেটাই দেখার। তিনি অবশ্য নিজে আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচের দর্শন এবং স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

পাশাপাশি তার পার্টনার ফ্লিরেন্টিন পোগবার সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন, ততই মঙ্গল। এই দুই সেন্টারব্যাকের ওপর এবার অনেকটাই নির্ভর করছে এটিকে মোহনবাগানের সাফল্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan : বুঝতে পেরেছেন মোহনবাগানের চাপ, ভরসা দিতে তৈরি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল