গ্রিনের সুস্থতার পাশাপাশি আরও ভাল খবর রয়েছে অজিদের জন্য। তাদের পেস বোলিংয়ের সেরা অস্ত্র মিচেল স্টার্কও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ফলে তৃতীয় টেস্টে তাঁকেও খেলতে দেখা যেতে পারে। হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে এতদিন দলের বাইরে রয়েছেন গ্রিন। বক্সিং ডে টেস্টের খেলা চলাকালীন গত বছর মেলবোর্নে হাতে চোট পান তিনি।
advertisement
আরও পড়ুন - `টাকার বেলায় ছেলেদের সমান, খেলার বেলায় বিগ জিরো'! ডায়ানার রোষের মুখে হরমনরা
এনরিখ নরকিয়ার একটি বলে আঙুলে চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সি অলরাউন্ডার। গ্রিন জানিয়েছেন, আমি গত টেস্টে খেলার খুব কাছাকাছি ছিলাম। তবে আমি মনে করি হাতে অতিরিক্ত একটা সপ্তাহ পেয়ে যাওয়াতে বিষয়টা আমাকে বেশি সাহায্য করেছে। আরও বেশি ফিট হয়েই আমি তৃতীয় টেস্টে নামব। আমি একশো শতাংশ উজাড় করে দেওয়ার জন্য তৈরি রয়েছি।
গ্রিন টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ভারতের বিরুদ্ধে খেলেছেন। সেখানে ওপেন করতে নেমে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে। হাতে প্রচন্ড মার আছে। উচ্চতা ভাল হওয়ার কারণে দারুণ বাউন্স আদায় করে নিতে পারেন উইকেট থেকে।
তবে ভারতের পক্ষ থেকে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যে ফর্মে রয়েছেন তাতে তাদের স্পিন বোলিংয়ের সামনে কতটা টিকতে পারবে অস্ট্রেলিয়ান এই তরুণ অলরাউন্ডার সেই প্রশ্ন থাকবেই। কারণ টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়া আর টেস্ট ক্রিকেটে রান করা এক জিনিস নয়। তাই গ্রিন অস্ট্রেলিয়া দলে এলেও তার সম্পর্কে খুব একটা চিন্তিত নয় ভারতীয় শিবির।