ক্রিকেটের মক্কায় তাসমান পড়শিদের লড়াই। লর্ডসে আজ নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ফিঞ্চদের টার্গেট, শীর্ষস্থান মজবুত করা। আর নিউজিল্যান্ডের ফোকাসে দু’পয়েন্ট। নতুন লর্ডসে পুরোন শত্রুতা আরও একবার ঝালিয়ে নেওয়া। তাসমান সমুদ্রে ভাগ হওয়া দু’দেশ আজ সম্মানের যুদ্ধে।
শনিবার লন্ডনের লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে নিউজিল্যান্ডের বোলিং অস্ত্রের সামনে অল্প সময়ের মধ্যে একাধিক উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা ৷ শনিবার লন্ডনের লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটা মোটেও ভাল হয়নি প্রাক্তন চ্যাম্পিয়নদের। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬ ও অ্যারন ফিঞ্চ মাত্র ৮ রানে আউট। এর পর তিন নম্বরে ব্যাট করতে এসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খোয়াজা। ১২৯ বলে ৮৮ রানে্ ইনিংস খেলেন তিনি। এছাড়া কিউইদের দাপটের মুখে পড়ে স্টিভ স্মিথ ৫, মার্কাস স্তইনিস ২১ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ রান করে প্যাভিলিয়ানের রাস্তা ধরেন।
advertisement
যদিও অস্ট্রেলিয়ার লম্বা ব্যাটিং লাইন আপ বিপর্যয় সামাল দিলেও রান রেট মাত্রাতিরিক্ত বাড়তে দেননি নিউজিল্যান্ডের বোলাররা ৷ বল হাতে আগুন ঝরান বোল্ট ও জেমস নিশাম ৷ বিশ্বকাপ হ্যাটট্রিক করে নজির গড়েন বোল্ট ৷ এবারের বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক ৷নিউজিল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। লকি পার্গুসন ও জেমস নিশামের ঝুলিতে ২ উইকেট। এক উইকেট নেন কেন উইলিয়ামসন।
এবার নজর কিউইদের ইনিংসের দিকে ৷বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ন’বার। অস্ট্রেলিয়া জিতেছে ছ’বার। নিউজিল্যান্ড জিতেছে তিনবার। শেষ সাক্ষাত হয়েছিল, ২০১৫-তে। অকল্যান্ডের থ্রিলারে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন উইলিয়ামসন ৷ অধিনায়ক, মিডল অর্ডার রান পেলেও অফ ফর্মে ওপেনাররা। যা চিন্তার কারণ কিউইদের ৷ অন্যদিকে বল হাতে ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার বেরানডর্ফ-স্টার্ক জুটি।
সুপার স্যাটারডেতে ইতিহাসের লর্ডসে ঐতিহ্যের লড়াইয়ে চোখ ক্রিকেট বিশ্বের।
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্তিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল সাঁতনার, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টাক৪, নাথান লিয়ঁ, জেসন বেহেনড্রফ।