TRENDING:

Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার

Last Updated:

Aus vs Eng: ইংল্যান্ডের শিবিরে অ্যাসেজ সিরিজ (Ashes Series) চলাকালীন আগেও করোনাভাইরাস (Coronavirus Positive) থাবার বসিয়েছে৷ ফের একবার করোনা হানা দিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: সিডনি টেস্টের (sydney test) আগে ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) (England)  জন্য একটা বড় খারাপ খবর৷ ইংল্যান্ডের শিবিরে অ্যাসেজ সিরিজ (Ashes Series) চলাকালীন আগেও করোনাভাইরাস (Coronavirus Positive) থাবার বসিয়েছে৷ ফের একবার করোনা হানা দিল৷ এবার ইংল্যান্ড ক্রিকেট দলের এক নেট বোলার এবং একজন স্পোর্টস সাপোর্ট স্টাফ কোভিড ১৯ পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (England vs Australia) অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্টের আগে ফের একবার কোভিড ১৯ (Covid 19 Positive) -র হানায় ত্রস্ত ইংল্যান্ড শিবির৷ এই নিয়ে ইংল্যান্ড শিবিরের (England Cricket Team) মোট ৯ জন করোনা ভাইরাস পজিটিভ (Coronavirus Positive) হলেন৷ অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট ৫ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে৷ এর আগেই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ( Australia  vs England)  সম্মানের এই সিরিজের লড়াইতে ৩-০ তে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল৷
Aus vs Eng: england team hit by more covid 19 cases before the sydney test in ashes series- Photo- AFP
Aus vs Eng: england team hit by more covid 19 cases before the sydney test in ashes series- Photo- AFP
advertisement

সিডনিতে ইংল্যান্ড কোচকে পাবে না

ইংল্যান্ড ক্রিকেট দলের  (England Cricket Team) এখনও অবধি ৯ জন করোনা ভাইরাস সংক্রমিত (Covid 19 Positive) হয়েছেন৷ কোচ ক্রিস সিলভারউডের পরিবারের সদস্যরা করোনা পজিটিভ (Coronavirus Positive) হয়েছেন৷ সিলভারউড নিজের পরিবারের সঙ্গে ছিলেন, ফলে চতুর্থ টেস্টে তিনি ক্রিকেট দলের সঙ্গে থাকতে পারবেন না৷ এর মধ্যেই খবর এসেছে অ্যাসেজ সিরিজে খারাপ পারফরম্যান্সের জন্য সিলভারউডকে কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে৷ দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন এই পদে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷

advertisement

আরও পড়ুন - Ashes: বিরাটের থেকেও বেশি স্যালারি তাও লজ্জায় দেশের সম্মান মাটিতে মেশালেন Joe Root

গ্লেন ম্যাকগ্রা কোভিড ১৯ পজিটিভ হয়েছেন

অ্যাসেজ সিরিজে সম্প্রচার সত্ত্বাধিকারী চ্যানেল -র কমেন্ট্রি প্যানেলের সঙ্গে সম্পর্কিত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গ্লেন ম্যাকগ্রাও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷ তার আগে ম্যাচ রেফারি ডেভিড বুনও করোনা পজিটিভ হয়েছেন৷ এর ফলে চতুর্থ টেস্ট ম্যাচে এঁরা কেউ থাকবেন না৷ বুনের জায়গায় এখন স্টিভ বর্নার্ড অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে রেফারি -র ভূমিকায় থাকবেন৷

advertisement

আরও পড়ুন - Bollywood Actress Beauty Tips: ঝকঝকে উজ্জ্বল ত্বকের রহস্য! বলিউড অভিনেত্রী ঘরোয়া টোটাকেই সারেন স্কিন কেয়ার

ট্রেভিস হেড সিডনিতে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট খেলবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ক্রিকেটারদের কথা বলা হলে সিডনি টেস্টের আগে প্রথমে অস্ট্রেলিয়া -র প্রথম একাদশের মাঝের দিকের ক্রিকেটার ট্রেভিস হেড করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷ হেড চতুর্থ টেস্টের জন্যে দলে নেই৷ তাঁর জায়গায় ক্রিকেট অস্ট্রেলিয়ার দলে মিচেল মার্শ, নিক মেডিসন, আর জোশ ইংলিশও দলে থাকবেন৷ আসলে সিডনি টেস্টে হেডে-র জায়গায় উসমান খোওয়াজা খেলার সম্ভবনা উজ্জ্বল৷ হেডের মতো উসমান খোওয়াজাও বাঁ হাতি ক্রিকেটার৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল