TRENDING:

ATKMB, AFC Cup : প্রথম ভারতীয় দল হিসেবে এই নজির সৃষ্টি করতে চায় এটিকে মোহনবাগান! জানেন কী?

Last Updated:

ATKMB captain Pritam Kotal targets AFC Cup championship. এফসি কাপে চ্যাম্পিয়ন হতে চান প্রীতম কোটাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এফসি কাপে চ্যাম্পিয়ন হতে চান প্রীতম কোটাল
এফসি কাপে চ্যাম্পিয়ন হতে চান প্রীতম কোটাল
advertisement

আরও পড়ুন - Ravi Shastri on Rishabh Pant : ঋষভ পন্থকে ছোট্ট উপদেশ দিলেন রবি শাস্ত্রী, মেনে চললেই সফল হবেন দিল্লি অধিনায়ক

প্রীতম মনে করেন এই দলটার এফসি কাপ জয়ের ইচ্ছা এবং ক্ষমতা দুটোই আছে। কোচ হুয়ান ফেরান্ডোর নেতৃত্বে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে সবুজ মেরুন। দুদিন আগে কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলযুদ্ধে নেমেছিল দুই বাংলার দুই জনপ্রিয় দল আবাহনী ও মোহনবাগান। লড়াইটা বলতে গেলে এক তরফাই হয়েছে। বাংলাদেশের ক্লাব আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভারতের ক্লাব মোহনবাগান।

advertisement

আরও পড়ুন - KKR, Brendon McCullum : অনেক হয়েছে আর নয়! দলকে এবার কড়া বার্তা নাইট কোচ ম্যাকালামের

আবাহনী বিদায় নিয়েছে এএফসি কাপ থেকে, গ্রুপপর্বে উঠে গেছে কলকাতার দলটি। আবাহনী বিদায় নিলেও এএফসি কাপ থেকে বাংলাদেশ বিদায় নেয়নি। এখনো রয়ে গেছে বাংলাদেশের আরেক প্রতিনিধি বসুন্ধরা কিংস। যারা সরাসরি জায়গা করে নিয়েছে গ্রুপপর্বে। সেখানেই কিংসের সঙ্গে দেখা হবে মোহনবাগানের।

advertisement

ইতিমধ্যে ‘ডি’ গ্রুপের শিডিউলও ঠিক হয়েছে। সেখানে বসুন্ধরা কিংস আর মোহনবাগান মুখোমুখি হবে ২১ মে। এ ম্যাচটিও হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ১৮ মে খেলা শুরু হয়ে শেষ হবে ২৪ মে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ১৮ মে প্রথম দিনে মোহনবাগান খেলবে স্বদেশি প্রতিদ্বন্দ্বী গোকুলাম কেরালার বিপক্ষে।

বসুন্ধরা কিংস খেলবে মালদ্বীপের মাজিয়া অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে। বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ ভারতের ক্লাব গোকুলাম কেরালার বিপক্ষে ২৪ মে । বসুন্ধরা কিংস ও মোহনবাগান গত এএফসি কাপে মুখোমুখি হয়েছিল মালদ্বীপের মালেতে। ওই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। জিতলে আন্তঃজোনাল সেমিফাইনালে উঠতে পারতো কিংস।

advertisement

এগিয়ে গিয়ে সেই সম্ভাবনা তৈরিও করেছিল। কিন্তু গোল শোধ করে ভারতীয় ক্লাবটি উঠে যায় পরের রাউন্ডে। কলকাতা থেকে আবাহনী হেরে মাথা নিচু করে ফিরেছে। এখন দেখার পালা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কী করে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তবে এটিকে মোহনবাগান আশাবাদী বসুন্ধরা, গোকুলাম কেরালা এবং মালদ্বীপের মাজিয়ার বাঁধা টপকে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তারপরে সামনে কঠিন দল আসবে। কিন্তু আত্মবিশ্বাসী মোহনবাগান অধিনায়ক।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ATKMB, AFC Cup : প্রথম ভারতীয় দল হিসেবে এই নজির সৃষ্টি করতে চায় এটিকে মোহনবাগান! জানেন কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল