মুম্বই সিটি -১
#গোয়া: আজ গোয়ার মাঠে এমন একটা টার্গেট নিয়ে নেমেছিল এটিকে মোহনবাগান, যে টার্গেট এর আগে পর্যন্ত কোনদিনও পূর্ণ করতে পারেনি তারা। আজকের আগে পর্যন্ত মুম্বই সিটির বিরুদ্ধে চারবারের সাক্ষাতে, প্রত্যেকবার পরাজিত হয়েছিল তারা। দেখার ছিল এটিকে মোহনবাগান চাকা ঘোরাতে পারে কিনা। ৪-২-৩-১ ছকে দল নামিয়েছিলেন হুয়ান। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সবুজ মেরুনের। ৯ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন ডেভিড উইলিয়ামস।
advertisement
আরও পড়ুন - Pink Ball Test: ভারতে ফের হবে পিঙ্ক বল টেস্ট, সুখবর দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়
জাহুর ভুলে বল ধরে নিয়ে জোরালো শটে গোল করেন ডেভিড। দাপট থাকলেও ২৪ মিনিটে গতির বিরুদ্ধে গোল হজম করল এটিকে মোহনবাগান। বাঁদিক থেকে বিপিন মাইনাস করলে, ক্লিয়ার করতে গিয়ে প্রীতম মাথায় লাগিয়ে বল জড়িয়ে দেন নিজেদের জালে। অমরিন্দর আটকাতে পারেননি। এরপর লিস্টন, বুমু বেশ কয়েকবার ওপেন করলেও গোল করতে পারছিলেন না।
আরও পড়ুন -U19 World Cup India: ব্যক্তি নয়, টিম গেম! ফাইনালের আগে ইয়াশদের নতুন মন্ত্র দিচ্ছেন লক্ষণ
উইলিয়ামস হেড পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডেভিড উইলিয়ামসকে কেন তুলে নেওয়া হল বোঝা গেল না। তার পরিবর্তে নিয়ে আসা হল জনিকে। আরেকটু আক্রমনাত্মক ভূমিকায় নিয়ে আসা হল বুমুকে। কিছুক্ষণ পরে দীপকের জায়গায় নামানো হল প্রবীর দাসকে। মুম্বই নিয়ে এল ইগর এবং চাংতেকে। রয় কৃষ্ণকে মিস করছে এটিকে মোহনবাগান এদিন আবার স্পষ্ট হয়ে গেল।
ডার্বির হ্যাটট্রিক নায়ক কিয়ানকে নামানো হয়নি ৮৫ মিনিট পর্যন্ত। অবশেষে শেষ কয়েক মিনিটে আশুতোষ এর জায়গায় নিয়ে আসা হল কিয়ানকে। দুটো দল বল পেলেই আক্রমণ তুলে আনছিল। ম্যাচ অনেকটা ওপেন হয়ে যায়। এই ফলাফলের পর এটিকে মোহনবাগান রইল পঞ্চম স্থানে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে। লিগে আরও ৮টি ম্যাচ বাকি রয়েছে তাদের। ম্যাচের সেরা এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি।