TRENDING:

মোহনবাগানের মুম্বই জুজু কাটল না, লড়াই করেও ঘরের মাঠে ফের হার লিস্টনদের

Last Updated:

ATK Mohun Bagan lost to Mumbai city FC again at Salt Lake Stadium as Lallianzuala Chhangte scores. মোহনবাগানের মুম্বই জুজু কাটল না, লড়াই করেও ঘরের মাঠে হার লিস্টনদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এটিকে মোহনবাগান - ০
মুম্বই মিথ ভাঙতে ব্যর্থ মোহনবাগান
মুম্বই মিথ ভাঙতে ব্যর্থ মোহনবাগান
advertisement

মুম্বই সিটি এফসি - ১

( চাংতে)

#কলকাতা: নতুন বছরে শনিবার ঘরের মাঠে প্রথমবার নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ছিল ‘জুজু’ মুম্বই সিটি এফসি। আইএসএলে সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয়। চলতি আসরে এখনও হারের মুখ দেখেনি মুম্বই সিটি এফসি। ১৩ ম্যাচের দশটিতে জিতে মগডালে ডেস বাকিংহামের দল (৩৩ পয়েন্ট)। ১২ ম্যাচে ১০ পয়েন্ট কম পেয়ে মোহনবাগান চতুর্থ স্থানে।

advertisement

তাই শনিবার সল্টলেক স্টেডিয়ামে রীতিমতো অ্যাসিড টেস্ট ছিল দিমিত্রি পেত্রাতোসদের। ম্যাচের প্রথম থেকেই চাপ ছিল মুম্বইয়ের। প্রথম দশ মিনিটে মুম্বই এগিয়ে যেতে পারত দুই গোলে। বিপিন মিস না করলে তিনটি গোল হয়ে যেত তাদের। ২৮ মিনিটের মাথায়, মুম্বইকে এগিয়ে দেন চাংটে। স্টুয়ার্ট, নগুয়েরা হয়ে বল পেয়ে জোরালো শট নিলেন চাংতে।

advertisement

আরও পড়ুন - আর্জেন্টিনার বিপক্ষে তদন্ত করবে ফিফা! গুরুতর অভিযোগ মেসির দলের বিরুদ্ধে

বিশাল কাইথের হাতের নাগালের বাইরে বল জড়িয়ে গেল জালে। তবে প্রথম অর্ধে বিশাল তিনটি দুর্দান্ত সেভ করে লজ্জা বাঁচান মোহনবাগানের। দিমিত্রি, হুগো এবং লিস্টন হাফ চান্স তৈরি করেছিল। পুটিয়াকে প্রথম থেকে নামালেও দ্বিতীয়ার্ধ তুলে নিতে হল। লেনি নামলেন।

advertisement

সেকেন্ড হাফের প্রথম থেকেই আক্রমণ শুরু করে এটিকে মোহনবাগান। হুগোর শট সেভ হয়। দিমিত্রি, লিস্টন, ম্যাক হিউদের আক্রমণ হচ্ছিল, কিন্তু গোল হচ্ছিল না। শেষ ১০ মিনিটে উরুগুয়ের গালেগো এবং কিয়ানকে নিয়ে আসেন মোহনবাগান কোচ। দুটো উইং ব্যবহার করে এবং মাঝখান দিয়ে টানা আক্রমণ চালিয়েও সফল হতে পারল না সবুজ মেরুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মর্তদা ফলকে নামিয়ে দিয়ে ডিফেন্স শক্ত করল মুম্বই। বলা ভাল, দ্বিতীয় অর্ধে একতরফা খেলে গিয়েও কাজের কাজ করতে পারল না হুয়ান ফেরান্ডর দল। এই জয়ের পরে মুম্বই সিটি প্লে অফ নিশ্চিত করে ফেলল। মোহনবাগান রয়ে গেল ৪ নম্বরে।

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানের মুম্বই জুজু কাটল না, লড়াই করেও ঘরের মাঠে ফের হার লিস্টনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল