TRENDING:

ATK Mohun Bagan : বুধবার সামনে দুরন্ত মুম্বই সিটি, ঘুরে দাঁড়ানোর সংকল্প মোহনবাগান কোচের

Last Updated:

ATK Mohun Bagan coach Juan Ferrando vows strong come back against Mumbai city. বুধবার সামনে দুরন্ত মুম্বই সিটি, ঘুরে দাঁড়ানোর সংকল্প মোহনবাগান কোচের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডুরান্ড কাপের শুরুটা এভাবে হবে এটিকে মোহনবাগানের আন্দাজ করতে পারেননি কেউ। কোটি কোটি টাকার দলের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়বে আই লিগের রাজস্থান ইউনাইটেড, এমনটা ভাবা সত্যিই কঠিন ছিল। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ফুটবলে কখন কি হয় গ্যারান্টি নেই। সেরকমই রাজস্থানের কাছে হেরে হৃদয় রক্তক্ষরণ হয়েছে মোহনবাগান সমর্থকদের।
ডুরান্ড কাপে প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া এটিকে মোহনবাগান
ডুরান্ড কাপে প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া এটিকে মোহনবাগান
advertisement

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল এটিকে মোহনবাগান এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। কারণ বুধবার সন্ধ্যায় তাদের বিপক্ষে খেলবে মুম্বই সিটি এফসি। আইএসএলে যাদের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের আজ পর্যন্ত জয় নেই। একটা মাত্র ড্র রয়েছে। হাবসের আমলে মুম্বইয়ের কাছে একবার পাঁচ গোল খেয়েছিল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন - MQ-9B drones : রক্ত ঝরবে চিন, পাকিস্তানের ! বিধ্বংসী মার্কিন ড্রোন এবার ভারতের হাতে

advertisement

তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচে সবুজ মেরুনের লড়াইটা রীতিমতো কঠিন। মুম্বই ভারতীয় নৌ সেনাকে ৪-১ হারিয়েছে। জোড়া গোল করেছিলেন চাংতে। এছাড়াও গোল পেয়েছিলেন স্টুয়ার্ট এবং বিক্রম প্রতাপ। আহমেদ জাহু, বিপিন সিং, রাহুল ভেকেদের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে দলটায়।

সেখানে মোহনবাগানকে জয় তুলে নিতে হলে যেমন গোলের সুযোগ কাজে লাগাতে হবে, তেমনই পোগবা, হ্যামিল, প্রীতমদের ডিফেন্স আরও মজবুত করতে হবে। মঙ্গলবার হুয়ান জানিয়েছেন, নিজের দলের ছেলেদের ওপর বিশ্বাস আছে তার। মাঝের দুদিন অনুশীলনে ভুল ত্রুটি শুধরানোর ওপর জোর দেওয়া হয়েছে। সমর্থকদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন তিনি।

advertisement

পাশাপাশি কিয়ান, লিস্টন, মনবীর সিং রাই গোল করে দলকে জেতাবেন আশাবাদী স্প্যানিশ কোচ। মুম্বইয়ের বিরুদ্ধে অতীত রেকর্ড মনে রাখতে চান না তিনি। বুধবার নিজেদের সেরা ফুটবল খেলে কামব্যাক করতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

পাশাপাশি তরুণ ফুটবলার খেলানোর কারণে তার সমালোচনা হলেও হুয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই প্রক্রিয়া চলবে। কারণ তরুণদের তৈরি রাখা আইএসএল এবং এএফসি কাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan : বুধবার সামনে দুরন্ত মুম্বই সিটি, ঘুরে দাঁড়ানোর সংকল্প মোহনবাগান কোচের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল