TRENDING:

মোহনবাগান কোচ বলছেন চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়! মুম্বইয়ের কাছে হেরেও আশাবাদী সবুজ মেরুন

Last Updated:

ATK Mohun Bagan coach Juan Ferrando confident of being ISL champions even after suffering defeat against Mumbai city FC. মোহনবাগান কোচ বলছেন চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়! মুম্বইয়ের কাছে হেরেও আশাবাদী সবুজ মেরুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইএসএলর ইতিহাসে একমাত্র দল মুম্বই সিটি এফসি যাদের বিরুদ্ধে মাঠে নামলে রক্তচাপ বেড়ে যায় এটিকে মোহনবাগানের। শনিবার রাতেও মুম্বই জুজু কাটেনি, সবুজ মেরুন ব্রিগেডের। প্রথমার্ধটা জঘন্য ফুটবল খেললেও, সেকেন্ড হাফে দারুণ কামব্যাক ঘটায় জুয়ান ফেরান্ডোর দল। আর এটাই আশাবাদী করছে স্প্যানিশ ম্যানেজারকে।
দল হিসেবে আরো উন্নতি লক্ষ্য মোহনবাগানের
দল হিসেবে আরো উন্নতি লক্ষ্য মোহনবাগানের
advertisement

যুবভারতীতে লড়াই করে হেরে যাওয়ার পর হুয়ান জানিয়েছেন দল যে ফুটবল খেলেছিল, তাতে কমপক্ষে ড্র করা উচিত ছিল তাদের। কিন্তু এটাই ফুটবল। সুযোগ নষ্ট করলে তার খেসারত দিতেই হয়। শেষ ১০-১২ মিনিট গালেগোকে নামিয়েছিলেন। উরুগুয়ের ফুটবলারটিকে কি আরেকটু আগে নামানো যেত না?

হুয়ান বলছেন গালেগোর প্রথম ম্যাচ ছিল এটা। তাছাড়া প্রতিপক্ষ যখন মুম্বই সিটি এফসি, তখন একজন ফুটবলার ফিটনেস এবং দক্ষতার শীর্ষে না থাকলে নেমে ভাল কিছু করে দেখানো কঠিন। তাছাড়া উরুগুয়ের ফুটবলারটি একটি বড় চোট কাটিয়ে ফিরেছেন। তাকে বুঝে ব্যবহার করবেন।

advertisement

আরও পড়ুন - এশিয়া কাপ খেলতে আসার জন্য এবার ভারতের হাতে পায়ে ধরছে পাকিস্তান

তবে শুধু মোহনবাগান কোচ নন, পরের ম্যাচগুলোতে দলের উন্নত পারফমেন্স তুলে ধরার ব্যাপারে আশাবাদী সিনিয়র ফুটবলার কার্ল ম্যাক হিউ। তার মনে হচ্ছে যত সময় যাবে তত ভাল খেলবে এই দল। মুম্বইয়ের বিরুদ্ধে কিছুতেই জয় আসছে না এটা সমর্থকদের জন্য দুঃখের ব্যাপার মানছে ম্যানেজমেন্ট। তবে এটাও ঠিক মোহনবাগানের দুর্ধর্ষ ফুটবল মন কেড়েছে সমর্থকদের।

advertisement

লিস্টন, হুগো, শুভাশিস, আশিক প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছেন মুম্বইকে হারাতে। গোলরক্ষক বিশাল কৈথ একাধিক সেভ করেছেন। এখন লক্ষ্য একটাই। পরের শনিবার চেন্নাইকে হারানো। সবুজ মেরুন ব্রিগেডের প্রাথমিক লক্ষ্য প্রথম চারের মধ্যে থাকা। প্লে অফ নিশ্চিত করা। তারপর চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান কোচ বলছেন চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়! মুম্বইয়ের কাছে হেরেও আশাবাদী সবুজ মেরুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল