যুবভারতীতে লড়াই করে হেরে যাওয়ার পর হুয়ান জানিয়েছেন দল যে ফুটবল খেলেছিল, তাতে কমপক্ষে ড্র করা উচিত ছিল তাদের। কিন্তু এটাই ফুটবল। সুযোগ নষ্ট করলে তার খেসারত দিতেই হয়। শেষ ১০-১২ মিনিট গালেগোকে নামিয়েছিলেন। উরুগুয়ের ফুটবলারটিকে কি আরেকটু আগে নামানো যেত না?
হুয়ান বলছেন গালেগোর প্রথম ম্যাচ ছিল এটা। তাছাড়া প্রতিপক্ষ যখন মুম্বই সিটি এফসি, তখন একজন ফুটবলার ফিটনেস এবং দক্ষতার শীর্ষে না থাকলে নেমে ভাল কিছু করে দেখানো কঠিন। তাছাড়া উরুগুয়ের ফুটবলারটি একটি বড় চোট কাটিয়ে ফিরেছেন। তাকে বুঝে ব্যবহার করবেন।
advertisement
আরও পড়ুন - এশিয়া কাপ খেলতে আসার জন্য এবার ভারতের হাতে পায়ে ধরছে পাকিস্তান
তবে শুধু মোহনবাগান কোচ নন, পরের ম্যাচগুলোতে দলের উন্নত পারফমেন্স তুলে ধরার ব্যাপারে আশাবাদী সিনিয়র ফুটবলার কার্ল ম্যাক হিউ। তার মনে হচ্ছে যত সময় যাবে তত ভাল খেলবে এই দল। মুম্বইয়ের বিরুদ্ধে কিছুতেই জয় আসছে না এটা সমর্থকদের জন্য দুঃখের ব্যাপার মানছে ম্যানেজমেন্ট। তবে এটাও ঠিক মোহনবাগানের দুর্ধর্ষ ফুটবল মন কেড়েছে সমর্থকদের।
লিস্টন, হুগো, শুভাশিস, আশিক প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছেন মুম্বইকে হারাতে। গোলরক্ষক বিশাল কৈথ একাধিক সেভ করেছেন। এখন লক্ষ্য একটাই। পরের শনিবার চেন্নাইকে হারানো। সবুজ মেরুন ব্রিগেডের প্রাথমিক লক্ষ্য প্রথম চারের মধ্যে থাকা। প্লে অফ নিশ্চিত করা। তারপর চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করা।