TRENDING:

মঙ্গলবার চেন্নাইয়ানের বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে রাখতে চায় এটিকে-মোহনবাগান

Last Updated:

মঙ্গলবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে রাখতে চায় এটিকে-মোহনবাগান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন বছরের শুরুতেই সাতের আইএসএলে সেরা দুই ক্লাবের সামনে পড়তে হবে হাবাসের এটিকে-মোহনবাগানকে। ৩ জানুয়ারি হাবাসের দলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। ১১ জানুয়ারি এটিকে-মোহনবাগানকে খেলতে হবে মুম্বই সিটির বিরুদ্ধে।
advertisement

সাতের আইএসএলের সেরা দুই দলের বিরুদ্ধে নামার আগে স্টেজ রিহার্সালটা মঙ্গলবার চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধেই সেরে নিতে চান দু'বারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ। চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ঝালিয়ে নিতে চান নিজের সেরা ফুটবলারদের। হাবাস স‍্যারের শেষ মুহূর্তের মহড়াতে তারই ইঙ্গিত। সব ঠিক থাকলে চোট সারিয়ে ১৮ জনের দলে ফিরছেন স্প‍্যানিশ কোচের অন্যতম অস্ত্র জাভি হার্নান্ডেজ।

advertisement

সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের গোল পার্থক্যে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে এটিকে-মোহনবাগান। ১১ জানুয়ারি মুম্বই সিটিকে হারাতে পারলেই উঠে আসা যাবে পয়েন্ট টেবিলের মগ ডালে। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়াদের পাখির চোখ তাই বছর শুরুর প্রথম দুই ম্যাচে। ২০২০-র নিউ নর্মাল আইএসএলে এটিকে-মোহনবাগানের পাশে বিশেষজ্ঞরা ফেভারিট বাচছেন মুম্বাই সিটি ও নর্থইস্ট ইউনাইটেডকে। প্লে-অফ নিশ্চিত করতে এটিকে-মোহনবাগানের অ্যাসিড টেস্ট এই দুই ম্যাচ।

advertisement

টুর্নামেন্টের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার অ্যান্তোনিও লোপেজ হাবাসকে সামলাতে হবে চেন্নাইয়ান এফসিকে। রহিম আলি, অনিরূধ থাপা, ছাংতের মতো ভারতীয় ফুটবলারদের পাশে সিলভেস্টার, রাফায়েল ক্রিভেলারোদের নিয়ে তৈরি চেন্নাইয়ান এফসি শনিবার দুরন্ত খেলেছে কলকাতার অপর দল এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দু-দু'বার এগিয়ে থেকে ৩ পয়েন্ট মাঠে ফেলে আসতে হয়েছে।

দুরন্ত গতি, প্রতিপক্ষের বক্সে দ্রুত উঠে আসা, ভারতীয় ফুটবলারদের নিজেদের ছাপিয়ে যাওয়া। রোমানিয়ান কোচ সাবা লাজ্লোর কোচিংয়ে আইএসএলে নতুন করে স্বপ্ন দেখছে চেন্নাইয়ান এফসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চেন্নাইকে তাই হালকা ভাবে নিচ্ছেন না কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বড়দিন ও নতুন বছরের সেলিব্রেশনের রেশ টা  ধরে রাখতে  মঙ্গলবার চেন্নাইয়িন এফসি বিরুদ্ধে  ৩ পয়েন্ট  নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য প্রবীর দাস, প্রণয় হালদার, প্রীতম কোটালদের।

বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গলবার চেন্নাইয়ানের বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে রাখতে চায় এটিকে-মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল