TRENDING:

Asian Games 2023: বিতর্ক ফুৎকারে উড়িয়ে দিয়ে জ্যাভলিনে ইতিহাস ভারতের, সোনা নীরজের, রুপো কিশোরের

Last Updated:

Asian Games 2023: জ্যাভলিনে সোনা-রুপো দুটোই ভারতের৷ নীরজ-কিশোরের দুদ্ধর্ষ পারফরম্যান্সে প্রতিপক্ষ ঘেঁষতেই পারল না ধারেপাশে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  জ্যাভলিনে সোনা-রুপো দুটোই ভারতের৷ নীরজ-কিশোরের দুদ্ধর্ষ পারফরম্যান্সে প্রতিপক্ষ ঘেঁষতেই পারল না ধারেপাশে৷  নীরজ চোপড়ার এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ের আসরে প্রথম থ্রো নিয়ে নাটক চলল চরমে৷ চিনের আসরে ভারতীয় তারকা অ্যাথলিটের প্রথম বিধ্বংসী থ্রো কোনও টেকনিক্যাল কারণে নাকচ করে দেয় আয়োজক কমিটি৷ পাশাপাশি কিশোর জেনার দ্বিতীয় থ্রোতে পতাকা তুলে নাকচ করে দেওয়া হচ্ছিল কিন্তু পরে বেশ কিছু কথোপকথনের পর সেটাকে ফেয়ার থ্রো ধরা হয়৷
এশিয়ান গেমসে সোনা নীরজ চোপড়ার
এশিয়ান গেমসে সোনা নীরজ চোপড়ার
advertisement

নিজের প্রথম থ্রোয়ের পর দারুণ সিংহ গর্জন করতে দেখা গিয়েছিল ভারতের গোল্ডেন বয়কে৷ কিন্তু সেটা বাতিল হওয়ার পর অফিসিয়ালি নিজের প্রথম থ্রোতে ৮২.৩৮ মিটার দূরত্বে ছোঁড়েন ৷ এরপর দ্বিতীয় অ্যাটেম্পটে তাঁর থ্রো ছিল  ৮৪.৪৯ মিটার৷ ৮৮,৮৮ মিটার ছোঁড়েন চতুর্থ থ্রোতে৷ পঞ্চম থ্রোতে ৮০.৮০ মিটার ছোঁড়েন নীরজ চোপড়া৷

এদিকে কিশোর জেনাও এদিন একই বিভাগের মূল পর্বে দারুণ পারফর্ম করেন৷ তিনি নিজের প্রথম অ্যাটেম্পটে ৮১.২৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷

advertisement

কিশোর জেনার ঝকঝকে পারফরম্যান্সে রুপো

৮৬.৭৭ মিটার তৃতীয় অ্যাটেম্পটে ছুঁলেন কিশোর জেনা৷ যা রীতিমতো দারুণ৷ ৮৭.৫৪ মিটার৷

এর আগে এই বছরেই ২৮ অগাস্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। এই সোনা জয়ের সঙ্গে তিনি নতুন ইতিহাস লিখেছিলেন।

advertisement

অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ভারতের দ্বিতীয় অ্যাথলিট হয়েছিলেন নীরজ চোপড়া। এর আগে ভারতের হয়ে এই রেকর্ড রয়েছে অভিনব বিন্দ্রার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে ১৭ সেপ্টেম্বর ডায়মন্ড লিগে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল তবে তিনি রুপো পেয়েছিলেন৷ এরপরেই দ্বিতীয় থ্রো-তে নীরজ চোপড়া ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছুঁড়ে রুপো নিশ্চিত করে নেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: বিতর্ক ফুৎকারে উড়িয়ে দিয়ে জ্যাভলিনে ইতিহাস ভারতের, সোনা নীরজের, রুপো কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল