এদিন ম্যাচের শুরুকে প্রতিপক্ষকে বুঝে নিতে মিনিট সাতেক সময় নিয়েছিল ভারতীয় হকি দল। তারপর গোটা ম্যাচ জুড়েই শুধু ভারতের আক্রমণের ঝড়। যা সামতে গিয়ে একেবারে ল্যাজে-গোবরে অবস্থা হয়ে যায উজবেকিস্তানের রক্ষণের। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়দের আক্রমণের কোনও জবাবই ছিল না প্রতিপক্ষের কাছে। এই ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের ৩ জন প্লেয়ার। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক সহ চার গোল করেন বরুণ কুমার।
advertisement
এদিন ভারতের গোলের খাতা খোলেন ললিত কুমার উপাধ্যায়। ম্যাচের ৭, ২৪ ও ৫৩ মিনিটে গোল করেন তিনি। বরুণ নিজের চারটি গোল করেন ১২, ৩৬, ৫০ ও ৫২ মিনিটে। মনদীপ সিং গোল করেন ১৮, ২৭, ২৮ মিনিটে। সুখজিৎ সিং গোল করেন ৩৭ ও ৪২ মিনিটে। এছাড়া একটি করেন গোল করেন অভিষেক (১৭ মিনিট), অমিত রোহিদাস (৩৮ মিনিট), সামশের সিং (৪৩ মিনিট) ও সঞ্জয় (৫৭ মিনিট)। গোটা ম্যাচে উজবেকিস্তানকে কোনও জায়গাই দেয়নি ভারত। ২৬ তারিখ পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।