TRENDING:

Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া', প্রথম ম্যাচে ১৬-০ গোলে জয় পেল ভারত

Last Updated:

Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে দুরন্ত শুরুর করল ভারতীয় হকি দল। প্রতিপক্ষ উজবেকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমসে রবিবারের সকালটা ভালই গেল ভারতের। একাধিক পদক জয়ের পাশাপাশি এশিয়ান গেমসের ফাইনাল উঠে পদক জয় নিশ্চিৎ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে সবথেকে বড় জয়টা তখনও আসা বাকি ছিল। যেচা এল হকি থেকে। এশিয়ান গেমসে হকিতে দুরন্ত শুরুর করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া'
এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া'
advertisement

এদিন ম্যাচের শুরুকে প্রতিপক্ষকে বুঝে নিতে মিনিট সাতেক সময় নিয়েছিল ভারতীয় হকি দল। তারপর গোটা ম্যাচ জুড়েই শুধু ভারতের আক্রমণের ঝড়। যা সামতে গিয়ে একেবারে ল্যাজে-গোবরে অবস্থা হয়ে যায উজবেকিস্তানের রক্ষণের। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়দের আক্রমণের কোনও জবাবই ছিল না প্রতিপক্ষের কাছে। এই ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের ৩ জন প্লেয়ার। মনদীপ সিং, বরুণ কুমার, ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক সহ চার গোল করেন বরুণ কুমার।

advertisement

আরও পড়ুনঃ Asian Games 2023 Opening Ceremony: চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার, এশিয়ান গেমসের উদ্বোধনে বিশ্বকে তাক লাগাল চিন, রইল সেরা ১০টি ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিন ভারতের গোলের খাতা খোলেন ললিত কুমার উপাধ্যায়। ম্যাচের ৭, ২৪ ও ৫৩ মিনিটে গোল করেন তিনি। বরুণ নিজের চারটি গোল করেন ১২, ৩৬, ৫০ ও ৫২ মিনিটে। মনদীপ সিং গোল করেন ১৮, ২৭, ২৮ মিনিটে। সুখজিৎ সিং গোল করেন ৩৭ ও ৪২ মিনিটে। এছাড়া একটি করেন গোল করেন অভিষেক (১৭ মিনিট), অমিত রোহিদাস (৩৮ মিনিট), সামশের সিং (৪৩ মিনিট) ও সঞ্জয় (৫৭ মিনিট)। গোটা ম্যাচে উজবেকিস্তানকে কোনও জায়গাই দেয়নি ভারত। ২৬ তারিখ পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: এশিয়ান গেমসে হকিতে 'চক দে ইন্ডিয়া', প্রথম ম্যাচে ১৬-০ গোলে জয় পেল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল