TRENDING:

Asian Games 2023: ফের অ্যাথলেটিক্সে এল সোনা, পুরুষদের রিলেতে ঝোড়ো পারফরম্যান্সে সোনা, মেডেল পেরোল ৮০-র সংখ্যা

Last Updated:

Asian Games 2023: ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার দৌড়ে সোনা জিতল ভারতীয় রিলে দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতীয় অ্যাথলেটিক্সে দারুণ পারফরম্যান্স ৷ বিভিন্ন বিভাগে সেরা-র সেরা পারফরম্যান্স করে দেশকে একাধিক পদক এনে দিলেন ৷ এদিন ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার দৌড়ে সোনা জিতল ভারতীয় রিলে দল৷
এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল
এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল
advertisement

এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল৷  এদিন ভারতীয় দলের রিলেতে সময়  করেন ৩:০১.৫৮ ৷ ভারতীয় ৪ অ্যাথলিট মহম্মদ আনাস, আমজ জ্যাকব, মুহম্মদ আজমল, রাজেশ রমেশের দল এদিন দুদ্ধর্ষ পারফরম্যান্স করে ভারতকে সোনা এনে দেন৷

এদিন ভারতীয় অ্যাথলিটরা মেডেল ট্যালিতে ৮০-র মার্কও পার করে ফেলল৷ এদিন জ্যাভলিনে সোনা-রুপো, এরপর হারমিলান বেনস মহিলাদের ৮০০ মিটার, অভিনাশ সেবলে পুরুষদের ৫০০ মিটার, মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে প্রথমবার রুপো জিতল ভারত৷

advertisement

এবার ভারত নিজের সামনে লক্ষ্য রেখেছে ১০০ টি মেডেল জয়ের নজির গড়ার৷ ১৯৫১ থেকে এশিয়ান গেমস শুরু হয়েছে আর এটাই সেরা পারফরম্যান্স ভারতীয় দলের৷

বুধবার ভারতীয় তিরন্দাজ জ্যোতি এবং ওজাস কমপাউন্ড ইভেন্টে সোনা জেতেন। সেটা ভারতের ১৬ তম সোনা জয় ছিল৷ লাভলিনা বর্গহাঁই বক্সিংয়ে রুপো পান৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুনীল কুমার (গ্রেকো রোমান কুস্তি), অভয় সিং/অনন্ত সিং (মিক্সড টিম স্কোয়াশ), রাম বাবু / মানু রানি (৩৫ কিমি হাঁটা মিক্সড টিম ইভেন্টে), প্রবীন হুডা (মহিলা বক্সিং ৫৭ কেজি) ব্রোঞ্জ মেডেল জেতেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: ফের অ্যাথলেটিক্সে এল সোনা, পুরুষদের রিলেতে ঝোড়ো পারফরম্যান্সে সোনা, মেডেল পেরোল ৮০-র সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল