টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন যশস্বী। একের পর এক অনবদ্য শট খেলেন। ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপও করেন যশস্বী ও রুতুরাজ। দলের ১০৩ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। ২৫ রান করে আউট হন রুতুরাজ। এরপর তিলক বর্মা ২ ও জিতেশ শর্মা ৫ রান করে দ্রুত সাজঘরে ফেরেন।
advertisement
অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী জয়সওয়াল। টি-২০ ক্রিকেটে শতরানও পূরণ করেন তিনি। দলের ১৫০ রানে মাথায় চতুর্থ উইকেট পড়ে ভারতের। ৪৯ বলে ১০০ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ৮টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিমস। এরপর স্লগ ওভারে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন রিঙ্কু সিং ও শিবম দুবে। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুজনেই। রিঙ্কু ৩৭ ও দুবে ২৫ রান করে অপরাজিত থাকেন। নেপালের টার্গেট ২০৩।