TRENDING:

Asian Games 2023 India vs Nepal: যশস্বীর অনবদ্য শতরান, রিঙ্কুর মারকাটারি ইনিংস, এশিয়াডে নেপালকে ২০৩ টার্গেট দিল ভারত

Last Updated:

Asian Games 2023 India vs Nepal: যশস্বি জয়সওয়ালের অনবদ্য শতরান ও শেষের দিকে রিঙ্কু সিং-শিবম দুবের মারকাটারি ব্যাটিং। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ২০২ রানের বিশাল স্কোর করল ভারতীয় ক্রিকেট দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যশস্বি জয়সওয়ালের অনবদ্য শতরান ও শেষের দিকে রিঙ্কু সিং-শিবম দুবের মারকাটারি ব্যাটিং। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ২০২ রানের বিশাল স্কোর করল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ত রুতুরাজ গায়কোয়াড়। দলের হয়ে ৪৯ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। এছাড়া স্লগ ওভারে ১৫ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং।
নেপালকে ২০৩ টার্গেট দিল ভারত
নেপালকে ২০৩ টার্গেট দিল ভারত
advertisement

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন যশস্বী। একের পর এক অনবদ্য শট খেলেন। ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপও করেন যশস্বী ও রুতুরাজ। দলের ১০৩ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। ২৫ রান করে আউট হন রুতুরাজ। এরপর তিলক বর্মা ২ ও জিতেশ শর্মা ৫ রান করে দ্রুত সাজঘরে ফেরেন।

advertisement

আরও পড়ুনঃ ICC Cricket World Cup Trophy Price: কতটা সোনা-রুপো রয়েছে ক্রিকেট বিশ্বকাপে? ট্রফিটির দাম কত? জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী জয়সওয়াল। টি-২০ ক্রিকেটে শতরানও পূরণ করেন তিনি। দলের ১৫০ রানে মাথায় চতুর্থ উইকেট পড়ে ভারতের। ৪৯ বলে ১০০ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ৮টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিমস। এরপর স্লগ ওভারে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন রিঙ্কু সিং ও শিবম দুবে। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুজনেই। রিঙ্কু ৩৭ ও দুবে ২৫ রান করে অপরাজিত থাকেন। নেপালের টার্গেট ২০৩।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023 India vs Nepal: যশস্বীর অনবদ্য শতরান, রিঙ্কুর মারকাটারি ইনিংস, এশিয়াডে নেপালকে ২০৩ টার্গেট দিল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল