TRENDING:

India vs Bangladesh: দাঁড়াতেই পারল না বাংলাদেশ, এশিয়ান গেমসের ফাইনালে উঠতে ভারতের টার্গেট ৯৭

Last Updated:

Asian Games 2023 India vs Bangladesh: এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা। ভারতের হয়ে সর্বোচ্চ সাই কিশোর। এছাড়া ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। বাকি শিবম দুবে বাদে সকলেই একটি করে উইকেট নিয়েছেন।
ভারত বনাম বাংলাদেশ
ভারত বনাম বাংলাদেশ
advertisement

টস জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করে দেয় দলের বোলাররা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সেভাবে কোনও বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি। ৫০ রান হওয়ার আগেই অর্ধেক বাংলাদেশ দল সাজঘরে ফেরত চলে যায়।

আরও পড়ুনঃ ICC ODI World Cup 2023: মিলেছে তাঁর সব ভবিষ্যদ্বাণী, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানিয়ে দিলেন বিশ্বখ্যাত জ্যোতিষী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিন বাংলাদেশ ব্যাটিং লাইনে সর্বোচ্চ স্কোর জাকের আলির ২৪ রান। এছাড়া পারভেজ হোসেন করেন ২৩ রান ও রাকিবুল হাসান করেন ১৪ রান। এছাডা কোনও বাংলাদেশ ব্যাটার ২ অঙ্কের রানে পৌছতে পারেনি। ভারতের হয়ে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট পান। ভারতীয় দলে স্পিনাররাই বাংলাদেশের ৮টি উইকেট নেয়। বাংলার স্পিনার শাহবাজ আহমেদ পান একটি উইকেট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: দাঁড়াতেই পারল না বাংলাদেশ, এশিয়ান গেমসের ফাইনালে উঠতে ভারতের টার্গেট ৯৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল