এদিন হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোয়ালিফিকেশন রাউন্ডে থেকেই ছন্দে ছিলেন ভারতীয় মহিলা শুটাররা। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একের পর লক্ষ্যভেদ করছিলেন। রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে ত্রয়ী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে ১৮৮৬ এর স্কোর করে সিলভার পদক জয় নিশ্চিৎ করেন। এই বিভাগে চিন এর সঙ্গো ১৮৯৬.৬ স্কোর করে গোল্ড জিতেছে এবং মঙ্গোলিয়া ১৮৮০ এর স্কোর করে ব্রোঞ্জ জিতেছে।
advertisement
এই সাফল্যে ফলে ১০মি এয়ার রাইফেলের ব্যক্তিতগত বিভাগের ফাইনালেও যোগ্যাতা অর্জন করেছেন রমিতা ও মেহুলি। ৬৩১.৯ স্কোর করে রমিতা ও ৬৩০.৮ স্কোর করে মেহুলি ফাইনালের টিকিট পাকা করে। রমিতা শেষ করেন দ্বিতীয় স্থানে ও মেহুলি পঞ্চম স্থানে। অন্যদিকে ২৯তম স্থানে শেষ করায় ব্যক্তিগত বিভাগের ফাইনালে জায়গা করতে পারেননি। ভারতীয় সময় সকলা ৯.১৫ মিনিট থেকে এই ফাইনাল শুরু হওয়ার কথা। ব্যক্তিগিত বিঙাগে রমিতা ও মেহুলির কাছে পদকের আশায় গোটা দেশ।