TRENDING:

Asian Games 2023: অনেক কষ্টে পাওয়া গেল সুনীলকে, এশিয়ন গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা

Last Updated:

Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে ঘোষণা হল ভারতীয় দল। এশিয়ান গেমসের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে ঘোষণা হল ভারতীয় দল। এশিয়ান গেমসের জন্য ক্লাবগুলিকে ফুটবলার ছাড়ার আবেদন জানিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। ফুটবলার না পেলে দলের সঙ্গে না যাওয়ার কথা বলেছিলেন ভারতীয় কোচ। শেষমেশ সুনীল ছেত্রী এশিয়ান গেমস যাচ্ছেন। তবে পাওয়া যাচ্ছে না গুরপ্রীত সিংহ সান্ধু এবং সন্দেশ জিঙ্ঘানদের।
এশিয়ন গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা
এশিয়ন গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা
advertisement

এশিয়ান গেমসের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন সুনীল ছেত্রী। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের দিয়ে দল গড়কে হবে। আর সঙ্গে রাখা যাবে ৩ জন সিনিয়র ফুটবলাররকে। ভারতীয় দলে একাধিক ফুটবলারই ২৩-এর নীচে। তাই পুরো শক্তিশালী দল নিয়ে যাওয়া যেত। কিন্তু ক্লাবগুলি ফুটবলার না ছাড়ায় তা সম্ভব হল না।

advertisement

ভারতীয় কোচ ইগর স্টিমাচ সিনিয়র হিসেবে চেয়েছে সুনীল-সন্দেশ-গুরপ্রীতকে। তবে সুনীলকে পেলেও বাকিদের পাচ্ছেন না স্টিমাচ। ফলে কয়েক জনকে বাদ দিলে একপ্রকার দ্বিতীয় দল নিয়েই এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। তবে বিবাদ মিটিয়ে দলের সঙ্গেই যাচ্ছেন কোচ ইগর স্টিমাচও। প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চিনে উড়ে যাওয়ার আগে প্রস্তুতিও সারবে ভারতীয় দল।

advertisement

আরও পড়ুনঃ Pakistan vs Sri Lanka Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে লজ্জার হারের শাস্তি? শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তান দলে মোট ৫ পরিবর্তন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতীয় দল: গুরমিত সিংহ, ধীরজ, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিহ, আয়ুশ ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিংহ এবং অনিকেত যাদব।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: অনেক কষ্টে পাওয়া গেল সুনীলকে, এশিয়ন গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল