এশিয়ান গেমসের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন সুনীল ছেত্রী। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের দিয়ে দল গড়কে হবে। আর সঙ্গে রাখা যাবে ৩ জন সিনিয়র ফুটবলাররকে। ভারতীয় দলে একাধিক ফুটবলারই ২৩-এর নীচে। তাই পুরো শক্তিশালী দল নিয়ে যাওয়া যেত। কিন্তু ক্লাবগুলি ফুটবলার না ছাড়ায় তা সম্ভব হল না।
advertisement
ভারতীয় কোচ ইগর স্টিমাচ সিনিয়র হিসেবে চেয়েছে সুনীল-সন্দেশ-গুরপ্রীতকে। তবে সুনীলকে পেলেও বাকিদের পাচ্ছেন না স্টিমাচ। ফলে কয়েক জনকে বাদ দিলে একপ্রকার দ্বিতীয় দল নিয়েই এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। তবে বিবাদ মিটিয়ে দলের সঙ্গেই যাচ্ছেন কোচ ইগর স্টিমাচও। প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চিনে উড়ে যাওয়ার আগে প্রস্তুতিও সারবে ভারতীয় দল।
এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতীয় দল: গুরমিত সিংহ, ধীরজ, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিহ, আয়ুশ ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিংহ এবং অনিকেত যাদব।