TRENDING:

Asian Games 100 Medal: ৭২ বছরের স্বপ্নপূরণ ভারতীয় অ্যাথলিটদের, সুপারহিট পারফম্যান্সে নজির ১০০ মেডেল জয়ের

Last Updated:

Asian Games 100 Medal: ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এশিয়ান গেমসে ভারতের বড় সাফল্যের দিন৷ এবারের হাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দারুণ পারফরম্যান্স ছিল৷ তাই স্বপ্ন ছিলই যা কখনও হয়নি তাই এবার হবে৷ আর শুক্রবার দুপুরবেলায় এল সেই সুখবর৷ সোনম মালিক কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের পরেই সেই ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল ভারত৷
ভারতের ১০০ তম পদক নিশ্চিত এশিয়ান গেমসে
ভারতের ১০০ তম পদক নিশ্চিত এশিয়ান গেমসে
advertisement

ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷ তবে সেই ৯ টি পদকের কটি সোনা, রুপো, ব্রোঞ্জ হবে তা অ্যাথলিটদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করবে৷

৭২ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে এরকম নজিরবিহীন পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া৷ দুপুর পর্যন্ত এশিয়ান গেমসের ১৩ তম দিনে ভারতীয় অ্যাথলিটরা ৫ টি পদক পেয়েছেন৷ আর্চারি রিকার্ভে মহিলা দল ব্রোঞ্জ এবং পুরুষ দল রুপো পেয়েছেন৷

advertisement

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে পৌঁছনোয় ভারতীয় দলের আরও একটি  পদক নিশ্চিত হয়েছে৷ ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে প্রণয়ের হারের পর তাঁকে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট হতে হয়৷ সেপাট টাকরোতে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত ২১ টি সোনা, ৩৩ টি রুপো, ৩৭ টি ব্রোঞ্জ জেতার সঙ্গে ৯১ টি মেডেল জিতেছে৷ ৯ টি মেডেল নিশ্চিত৷ এরই মধ্যে আর্চারিতে ৩ টি মেডেল, ২ টি কাবাডিতে, ব্রিজ, ক্রিকেট ও হকিতে একটি মেডেল নিশ্চিত৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 100 Medal: ৭২ বছরের স্বপ্নপূরণ ভারতীয় অ্যাথলিটদের, সুপারহিট পারফম্যান্সে নজির ১০০ মেডেল জয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল