ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷ তবে সেই ৯ টি পদকের কটি সোনা, রুপো, ব্রোঞ্জ হবে তা অ্যাথলিটদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করবে৷
৭২ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে এরকম নজিরবিহীন পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া৷ দুপুর পর্যন্ত এশিয়ান গেমসের ১৩ তম দিনে ভারতীয় অ্যাথলিটরা ৫ টি পদক পেয়েছেন৷ আর্চারি রিকার্ভে মহিলা দল ব্রোঞ্জ এবং পুরুষ দল রুপো পেয়েছেন৷
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে পৌঁছনোয় ভারতীয় দলের আরও একটি পদক নিশ্চিত হয়েছে৷ ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে প্রণয়ের হারের পর তাঁকে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট হতে হয়৷ সেপাট টাকরোতে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷
এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত ২১ টি সোনা, ৩৩ টি রুপো, ৩৭ টি ব্রোঞ্জ জেতার সঙ্গে ৯১ টি মেডেল জিতেছে৷ ৯ টি মেডেল নিশ্চিত৷ এরই মধ্যে আর্চারিতে ৩ টি মেডেল, ২ টি কাবাডিতে, ব্রিজ, ক্রিকেট ও হকিতে একটি মেডেল নিশ্চিত৷