TRENDING:

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ, উত্তেজনায় ফুটছে মীরপুর

Last Updated:

ক্রিকেটের নয় আজ আবেগের লড়াই ৷ মীরপুরে আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ ৷ এশিয়া কাপের ফাইনালের উত্তাপ মাঠের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং গোটা দেশ জুড়ে ৷ ম্যাচের টিকিটের জন্য হাহাকার সর্বত্র ৷ দুই যুযুধান প্রতিপক্ষ ভারত বাংলাদেশের সম্মুখ সমর দেখতে মাঠে হাজির থাকবেন দু’দেশের তারকা থেকে নেতা-মন্ত্রীরা ৷ হাজির থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মীরপুর: ক্রিকেটের নয় আজ আবেগের লড়াই ৷ মীরপুরে আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ ৷ এশিয়া কাপের ফাইনালের উত্তাপ মাঠের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং গোটা দেশ জুড়ে ৷ ম্যাচের টিকিটের জন্য হাহাকার সর্বত্র ৷ দুই যুযুধান প্রতিপক্ষ ভারত বাংলাদেশের সম্মুখ সমর দেখতে মাঠে হাজির থাকবেন দু’দেশের তারকা থেকে নেতা-মন্ত্রীরা ৷ হাজির থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷
advertisement

একদিকে পাঁচবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত অন্যদিকে, আয়োজক বাংলাদেশ ৷ হোম ম্যাচে ফেভারিট বাংলাদেশ হলেও দুরন্ত ফর্মে থাকা ভারতকে নিয়ে আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মাশরাফি মর্তুজার সামনে এখন উপমহাদেশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের হাতছানি ৷ অন্যদিকে, আজকের ফাইনাল জিতলে বিদেশের মাটিতে ধোনিদের টি-২০ বিজয়রথের যাত্রা অব্যাহত থাকবে ৷ অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত বিদেশের মাটিতে ৭টি টি-২০ ম্যাচ জিতেছে ভারত ৷ এর আগে বিদেশের মাটিতে টানা ৮টি টি-২০ ম্যাচ জেতার রের্কড রয়েছে শ্রীলঙ্কার কাছে ৷ তবে ফাইনালের কথা ভেবে চাপ বাড়াতে রাজি নয় ভারতীয় শিবির। দলের ডিরেক্টর রবি শাস্ত্রী বলেছেন, “ফাইনাল বলে আলাদা কিছু ভাবছি না, আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি। প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই আমাদের কাছে নকআউট ছিল। বাকি ম্যাচগুলোর মতোই মানসিকতা থাকবে আমাদের ।” মীরপুরে যুদ্ধের শঙ্খ বেজে ওঠার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কিছু পরিসংখ্যানে:-

advertisement

ভারত বনাম বাংলাদেশ

---------------------

ফর্ম্যাট - টি২০

ম্যাচ - ৩

ভারতের জয় - ৩

বাংলাদেশের জয় - ০

এশিয়া কাপের রেকর্ড

-------------------

টুর্নামেন্ট - ১৩

ভারত জয়ী - ৫

শ্রীলঙ্কা জয়ী - ৫

পাকিস্তান জয়ী - ২

ভারত বনাম বাংলাদেশ

---------------------

টুর্নামেন্ট - এশিয়া কাপ

advertisement

ম্যাচ - ১১

ভারত জয়ী - ১০

বাংলাদেশ জয়ী - ১

ভারত বনাম বাংলাদেশ

---------------------

ফর্ম্যাট - ওয়ান-ডে

ম্যাচ - ৩২

ভারত জয়ী - ২৬

বাংলাদেশ জয়ী - ৫

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিত্যক্ত - ১

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ, উত্তেজনায় ফুটছে মীরপুর