ওই ওভারে শিবম দুবের একটি বল মিস করে জুনাইদ সিদ্দিকি ক্রিজ ছাড়িয়ে যান। উইকেটকিপার সঞ্জু স্যামসন দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করার আগেই সূর্যকুমার আম্পায়ারের সঙ্গে কথা বলে ভারতের আপিল প্রত্যাহার করেন এবং ব্যাটারকে আবার ব্যাট করতে বলেন। তবে জুনাইদ বেশি সময় টিকতে পারেনি, মাত্র দুই বল পরেই দুবের হাতেই আউট হয়ে যান। পরে জানা যায় শিবম দুবের রুমাল পড়ে গিয়েছিল, তা দিতেই ক্রিজ ছেড়ে বেরোতে যান ইউএই ব্যাটার। সেই কারণেই আপিল প্রত্যাহার করেন ভারত অধিনায়ক।
advertisement
প্রসঙ্গত, ভারতীয় বোলারদের দাপটে আমিরশাহির ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে। কুলদীপ যাদব ৪টি ও শিবম দুবে ৩টি উইকেট নেন। এছাড়া বুমরাহ, অক্ষর ও বরুণ একটি করে উইকেট শিকার করেন। আমিরশাহির হয়ে ওপেনার আলিশান শরাফু করেন সর্বোচ্চ ২২ রান। বাকি ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি।
ভারতের মাত্র ৮১ বলের বোলিংয়ে ৫২টি ডেলিভারিতে কোনো রানই করতে পারেনি সংযুক্ত আরব আমিরশাহি। অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পিত বোলিং কৌশল এবং দুবাইয়ের স্পিন-সহায়ক পিচে দুর্দান্ত স্পিন আক্রমণ মিলিয়ে ভারত সহজেই জয় তুলে নেয়। পাশাপাশি, ম্যাচে সূর্যকুমার যাদবের মানবিক আচরণ ক্রিকেট ভক্তদের হৃদয়ও জয় করে নেয়।