ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হংকং। নিজাকত খানের ৪২ রানের ইনিংস, ইয়াসমিন মুরতাজার ২৮ ও জিশান আলির ৩০ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ১৪৩ রান করে হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান শাকিব, রিশাদ হোসেন।
advertisement
যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। আয়ুশ শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কভারের ওপর দিয়ে চার মারেন ইমন। পরের বলেও ইন সাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি।
আরও পড়ুনঃ অবশেষে বিসিসিআই সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন সচিন! কী জানালেন মাস্টার ব্লাস্টার
তবে তৃতীয় ওভারে আয়ুশকে মারতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে ফিরে যান ইমন। এরপর তানজিদ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ১৮ বলে ১৪ রান করে আউট হন। আতিক ইকবালের বলে মিড অফে ক্যাচ দেন তানজিদ।
এরপর তোহিদ হৃদয় ও লিটন দাস ৭০ বলে ৯৫ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন। যদিও লিটন ইনিংসের ১৮তম ওভারে ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হয়ে যান। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন।